নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
মূলা নিবেন ভাই, মূলা!!! রেজা ঘটক
আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশের মানুষের সামনে কিছু মূলা ঝুলানো হবে। সেই মূলার দাম ভারী চড়া। নজর না রাখলে দিতে হবে ৫ বছরের আকাল খরা। চলুন মূলাগুলোর সঙ্গে একটু পরিচয় হই:
১. আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা একটা নয়, দুই দুইটা পদ্মা সেতু করে দেব ইনশা আল্লাহ
২. আমাদের আবার ভোট দিয়ে ক্ষমতায় আনলে আমরা যুদ্ধপরাধীদের বিচারপ্রক্রিয়া এই মেয়াদে শেষ করার চেষ্টা করব
৩. আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করব
৪. আমাদের ভোট দিলে আমরা ঢাকার যানজট মুক্ত করব ইনশা আল্লাহ
৫. আমাদের ভোট দিলে শুধুমাত্র ইউনিয়নে নয়, গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় হাসপাতাল ক্লিনিক বানাব
৬. আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করলে বঙ্গবন্ধুর খুনিদের দেশে এনে বিচার করব
৭. আমাদের ক্ষমতায় বসালে আমরা ভারতের সঙ্গে সকল নদীর ন্যায্য হিস্যা আদায় করব
৮. আমাদের ক্ষমতায় বসালে ঢাকায় মেট্রোরেল বানাব
৯. আমাদের ক্ষমতায় বসালে যাত্রাবাড়ি প্লাইওভারের কাজ শেষ করে যান চলাচল সহজ করব
১০. আমাদের ক্ষমতায় আনলে চালের দাম ১০ টাকা করব
১১. আমাদের ভোট দিলে মেয়েদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করব
১২. আমাদের ভোট দিলে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সরকারি চাকুরির ব্যবস্থা করব
১৩. আমাদের ভোট দিলে চাকরির বয়স সীমা ৬৫ বছরে উন্নীত করব
১৪. আমাদের ভোট দিলে বয়স্কভাতা দ্বিগুন করব
১৫. আমাদের ভোট দিলে মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা তিনগুন করব
১৬. আমাদের ভোট দিলে মুক্তিযোদ্ধাদের নাতীনাতনিদের পড়ালেখা অবৈতনিক করব
১৭. আমাদের ভোট দিলে দেশের সকল সম্পদ সংরক্ষণ করব
১৮. আমাদের ভোট দিলে দেশের তেল গ্যাস কয়লা রক্ষা করব
১৯. আমাদের ভোট দিলে সমুদ্র সীমার গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে দেশের দক্ষিণ-পূর্বঞ্চলকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেব
২০. আমাদের ভোট দিলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় যাবে
২১. আমাদের ভোট দিয়ে জয়যুক্ত করলে আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখব
এই ২১ মূলা নিয়ে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনী মেনোফেস্টো করা হবে। আর যদি আমজনতা সেই মূলা গিলে হাসিমুখে ভোট দিয়ে আসেন তাহলে যেসব বাঁশ পাবেন সেগুলো এবূপ:
১. চালের দাম কেজিপ্রতি ৫০ টাকা
২. তেলের দাম আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে ৭বার বাড়ানো হবে
৩. নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে পারবে কিন্তু কমবে না
৪. আইনশৃঙ্খলা পরিস্থিতি সারা বছরই নিয়ন্ত্রণের বাইরে থাকবে
৫. মানুষের জীবনের কোনো নিরাপত্তা দেওয়া সরকারের কাজ না
৬. গোপনে গ্যাস বিক্রি করা হবে ভারত আর চীনের কাছে
৭. কয়লা দেওয়া হবে বৃটেনকে
৮. সমুদ্রবন্দর দেওয়া হবে আমেরিকাকে
৯. ঐতিহাসিক জিনিসপত্র মূল্যবান ধাতবমুদ্রা, কষ্টিপাথর, ভাস্কর্য ইত্যাদি প্যারিসে প্রদর্শনের নাম করে ফ্রান্সকে দেওয়া হবে
১০. অনেক বিদেশী বন্ধুদের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কোটি টাকা খরচ করে পুরস্কার ও মেডেল দেওয়া হবে। তারা জীবিত না থাকলে তাদের বংশধরদের দেওয়া হবে।
১১. দলীয় লোকদের সকল ব্যাংকের পরিচালনা বোর্ডের সদস্য করা হবে।
১২. নেতানেত্রীদের স্ত্রীদের সবগুলো শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও সরকারি কলেজের অধ্যক্ষ করা হবে
১৩. সংসদে নারীদের আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৬০ করা হবে
১৪. বিসিএস পরীক্ষায় কেবল দলীয় সনদধারীদের নিয়োগ দেওয়া হবে
১৫. পুলিশ প্রশাসনে দলীয় লোকদের আত্মীয়স্বজন সাড়ে সাত লাখ থেকে দশ লাখ টাকায় ঢুকতে পারবে
১৬. সকল জেলার ডিসি হবেন দলীয় ডেপুটি সেক্রেটারিগণ
১৭. সকল জেলার এসপি হবেন দলীয় ক্যাডারগণ
১৮. ঢাকার পুলিশ কমিশনার হবেন টেবিলের তলার বাজেট যার যত বেশি তিনি
১৯. আগামীতে শুধু বিশ্ববিদ্যালয় বা কলেজ নয় স্কুলেও দলীয় ছাত্রনীতি চালু করা হবে
২০. এমপি, মন্ত্রীদের বেতনভাতা মাত্র তিন দফায় তিনলাখ করে বাড়ানো হবে
২১. আর দলীয় নমিনেশান পেতে মিনিমাম তিনটা খুন ও একটি ধর্ষণের অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হবে
বাদ বাকি উপর আল্লাহর ইচ্ছা। নির্বাচনে নির্বাচন কমিশন একটা প্রতীকী খরচের দোহাই আগের মত দেবে কিন্তু বাস্তবে একজন প্রধান দলীয় প্রার্থীর খরচ করতে হবে মিনিমাম পঞ্চাশ লাখ টাকা। যিনি কোটি টাকা খরচ করতে পারবেন তিনি পাবেন মন্ত্রণালয়ের মহান দায়িত্ব। আর তারপর সবাইকে নিয়ে সোনার বাংলা শাসন করা হবে। মূলা নিবেন ভাই. মূলা? হরেক রকম মূলা আছে। আপনার কোন টাইপ লাগবে কন, ঝুঢ়িতে সব টাইপের মূলা আছে। লাল মূলা। নীল মূলা। গলুদ মূলা। সাদা মূলা। কালো মূলা। বেগুনী মূল। আমনের যে রঙের চাই আমরা সেই রঙ তাৎক্ষণিক করে দেই। মূলা লাগবে মূলা। হরেক রকম মূলা আছে। ফুরানোর আগে লইয়া লন, ভাই। মূলা লাগবে, মূলা। এই যে ভাই, মূলা আছে। এই যে বোন, মূলা, আছে। মা খালারা মূলা আছে। হরেক রকম মূলা। আগে লইলে আগে পাইবেন, মূলা। মূলা লাগবে ভাই মূলাআআআআআ......
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৩
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: হরেক স্বাদের হরেক রকম মূলা
৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৬
নাঈম আহমেদ বলেছেন:
৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
চ।ন্দু বলেছেন: কিছুই করার নেই ভাইয়া, মূলার যে বিকল্প নেই। আমরা তো আর জেনে শুনে "মি: টেন পাসেন্ট"দের আবার আনতে পারিনা।
৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১
বোকামন বলেছেন: ফিরি দিলেও নিতাম না
৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
কাঠুরে বলেছেন: এইটারর নাম "মূলা"...।।
অতীতে কিছু সংখ্যক লোকের কাছে এইটা পছন্দনীয় থাক্লেও বর্তমানে এইটা সকলের নিকট
অধিক পছন্দনীয়...।।
ছোট বাচ্চাদের কান্না থামানোর জন্য ঝুনঝুনি যেমন কার্যকরী... দেশের মানুষের জন্য "মূলা"ও তেমন কার্যকরী হবে বলিয়া দেশের হর্তাকর্তারা মনে করেন...। তাই তারা দেশ ও দশের ভালোর জন্য সর্বদাই ইহা সর্বসাধারণের সামনে ঝুলিয়ে আসছেন এবং ভবিষ্যতে এই ঝোলানোর প্রক্রিয়াটাকে আরও আধুনিক করা হবে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়...।।
এদিকে গাঁজাকে জাতীয় সবজী হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে "মূলা"কে জাতীয় সবজী করার দাবীতে আন্দোলনে নেমে পরেছেন একটা জল ঘোলা করা জাতি...।। এ নিয়ে গাঁজাখোর আর ওই জল ঘোলা করা জাতির মাঝে এক পশলা লড়াই হয়ে গেলেও বর্তমানে দু পক্ষেই তুমুল উত্তেজনা বিরাজ করছে...।।
নিউজঃ ডেইলি মূলাখোর
৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
কালোপরী বলেছেন: ভাল বলেছেন
৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
মুহাই বলেছেন: সেটাই
১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১১
স্বাধীকার বলেছেন:
হতাশ হওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। বিচারের রায় পর্যন্ত ফাঁসির দাবী আমরা করতে পারতাম নিশ্চিত ভাবে। কিন্তু এখন কুখ্যাত এই রাজাকারদের ফাঁসি চাওয়াটাই হবে বেআইনী, যেহেতু বিশেষ আদালত এই রায় দিয়েছে এবং পূর্বে আদালতের নির্দেশনা আছে যে, এই আদালতের বিষয়ে কোনো মন্তব্য করা বেআইনী।
কার্যত রাজাকাররা আইনী পদক্ষেপে এক ধাপ দেশবাসির চেয়ে এগিয়ে গেলো, আইনের প্রটেকশন পেয়ে গেলো। সরকার কোনো বিবেচনাতেই ন্যায্যতা নিশ্চিত করতে পারলোনা, নিজেরা রাজনৈতিক সুবিধার কথা মাথায় রাখার কারণেই যে এমন হয়েছে-সেটা বুঝতে আর হেমায়েতপুর ফেরত হতে হচ্ছেনা। দিবালোকের মতো সত্য যে, সরকার এই রায়ের পেছনে কতটা রাজনৈতিক বিবেচনা ও সুবিধার কথা মাথায় রেখেছিলো।
আমজনতা ও সত্যিকার বিচারপ্রার্থী এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ ও ইজ্জত হারানোদের সাথে এত বড় প্রতারণার পাপে আম্লীগকে অনেক বড় মূল্য দিতে হবে।
ভালো লিখেছেন রেজা ভাই।
১১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪
সাইফ সামির বলেছেন:
অ:ট: আপনার প্রতিটি লেখার শিরোনামে আপনার নামটি দিয়ে দেয়ার শানে নুযূল কি? লেখাটি কে লিখছে সেটা তো সঙ্গে দেয়াই থাকে। ক্ষেত্রবিশেষে নামটি দেয়া যেতে পারে। কিন্তু সবসময়? এটা দৃষ্টিকটু লাগে রেজা ভাই, তাই বললাম। ডোন্ট মাইন্ড।
১২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৭
আহ্মুদুল বলেছেন: +++++++++++++++
১৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
ছন্ন ছাড়া০০০১ বলেছেন: অনুসরণ
১৪| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
মুহাম্মদ ফয়সল বলেছেন: আগামী নির্বাচনে সবচেয়ে বড় ঝামেলায় পড়বে আম জনতা। সব মুলাই তো চাবানো হয়ে গেছে, এখন কোন মুলাটা নেয়া উচিৎ...... খুবই চিন্তার বিষয় ভাইজান!
১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭
রাইসুল নয়ন বলেছেন: ভাই মুলায় আইক্কা থাকলে ভালো হইত,
১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫২
আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: মুলা প্রিয়দের জন্য মুলা পোস্ট:
Click This Link
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪০
আলাপচারী বলেছেন: ঠিক ঠিক