নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

ক্যানসারের কাছে হার মারলেন হুগো চ্যাভেজ।। রেজা ঘটক

০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩

ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। আমার প্রিয় কমরেড বিপ্লবী নেতা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো রাফায়েল চ্যাভেজ ফ্রাইয়াস আর নেই। দীর্ঘ প্রায় দুই বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে গতকাল ৫ মার্চ স্থানীয় সময় বিকাল ৪টা ২৫ মিনিটে কারাকাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাডুরো জাতীয় টেলিভিশনে এই দুঃসংবাদটি ঘোষণা করেন। কারাকাসে চ্যাভেজের শেষ কৃত্তানুষ্ঠান হবে...



কমরেড হুগো চ্যাভেজ এর সংক্ষিপ্ত জীবনী:

জন্ম: ২৮ জুলাই ১৯৫৪, মৃত্যু: ৫ মার্চ ২০১৩

প্রেসিডেন্ট: ২ ফেব্রুয়ারি ১৯৯৯ থেকে ৫ মার্চ ২০১৩

মা: ইলেনা ফ্রাইয়স দে চ্যাভেজ, বাবা: হুগো দে লোস রেয়েস চ্যাভেজ

সাত ভাইবোনদের মধ্যে হুগো চ্যাভেজ দ্বিতীয়

পড়াশুনা শুরু: জুলিয়ান পিনো ইলেমেন্টারি স্কুলে, সেখান থেকে ডানিয়েল ও'লিয়েরি হাইস্কুলে

১৯৭১ থেকে ১৯৭৫: মিলিটারি একাডেমি থেকে গ্রাজুয়েশান

১৯৭৬ থেকে ১৯৮১: কমুনিকেশান অফিসার হিসেবে চাকুরি শুরু এবং ওই সময় বিয়ে করেন ন্যান্সি কোলমেনারেসকে। তাঁদের তিন সন্তান। রোসা ভার্জিনিয়া (জন্ম সেপ্টেম্বর ১৯৭৮), মারিয়া গ্যাবরিয়েলা (জন্ম মার্চ ১৯৮০) ও হুগো রাফায়েল (জন্ম অক্টোবর ১৯৮৩)

১৯৮২ থেকে ১৯৯২: বলিভিয়ান রেভ্যুলুশনারি আর্মিতে যোগদান।

১৯৯২: অপারেশান জামোরা।

১৯৯২ থেকে ১৯৯৮: ১০০ দিনে গোটা দেশ সফর। ভেনেজুয়েলার নেতা হিসেবে আর্বিভাব।

১৯৯৮: জাতীয় নির্বাচনে সালাস রোমারকে হারিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত।

প্রেসিডেন্ট হিসেবে:

প্রথমবার: ২ ফেব্রুয়ারি ১৯৯৯ থেকে ১০ জানুয়ারি ২০০১

দ্বিতীয়বার: ১০ জানুয়ারি ২০০১ থেকে ১০ জানুয়ারি ২০০৭

তৃতীয়বার: ১০ জানুয়ারি ২০০৭ থেকে ১০ জানুয়ারি ২০১৩

চতুর্থবার: ১০ জানুয়ারি ২০১৩ থেকে ৫ মার্চ ২০১৩ মৃত্যুর আগ পর্যন্ত...

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৭

সাদা মনের মানুষ বলেছেন: শুনে সত্যিই কষ্ট পেলাম :(

২| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯

ইউসুফ আলী রিংকূ বলেছেন: হে মহান বিপ্লবী, হাজার সালাম তোমায়


হুগো চাভেজ আমার প্রিয় একজন নেতা

৩| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০

সিদ্ধার্থ. বলেছেন: বিপ্লব দীর্ঘজীবি হোক ।ইনকিলাব জিন্দাবাদ ।কমরেড হুগো চ্যাভেজ এর প্রতি শ্রদ্ধা ।

৪| ০৬ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: তুমি দেহত্যাগ করেছো মাত্র
কে বলে তুমি মরেছো? তুমিতো মরোনি-
অমরত্বতো তোমাকে বরমালা দিয়েছে অনেক আগেই
তুমি বেঁচে রবে
প্রত্যেক বিপ্লবে,
প্রতিটি আন্দোলনে,
প্রত্যেক সাম্রাজ্যবাদ বিরোধী সত্তায়;

প্রতিবাদ আর প্রতিরোধে
উচ্চারিত হবে-তোমার নাম
শংকা আর ভয়ে সাহস যোগাবে তোমার নাম;
হে বিপ্লবি- তোমাকে লাখো সালাম।

৫| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:১৫

কাজী মামুনহোসেন বলেছেন: বিপ্লবীকে লাল সালাম.....

৬| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:২৮

গ্রাম্যবালিকা বলেছেন: মে হিজ সোল রেষ্ট ইন পিস।

৭| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৬

পথের পাঁচ . .. বলেছেন: আমি খবর টা পেলাম দুপুরে , আমিও শোকাহত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.