নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

বিএনপি'র ওয়াকআউটের আর নোটিশের নাটক!!!

০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:২৫

৮৩ দিন সংসদে অনুপস্থিত থাকার পর বিএনপি কাল সংসদে গেল। নির্বাচন কালীন সরকার প্রশ্নে বিএনপি'র সাংসদ মাহবুব উদ্দিন খোকন একটি নোটিশও দিয়েছিলেন। কিন্তু মওদুদ সাহেব পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে যেভাবে ওয়াকআইট করলেন এটা জাতির জন্য লজ্বা। মওদুদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য না শুনেই হাঁটা ধরলেন। তামাশা পাইছেন??? পরে সংবাদ ব্রিফিংয়ে বিএনপি'র চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক বললেন, আমাদের কোনো সাংসদ যদি কেউ নির্বাচন কালীন সরকার প্রশ্নে আলোচনার জন্যে নোটিশ দেন, সেটি পাঁচ মিনিট আগে বা পাঁচ মিনিট পরে প্রত্যাহার করা হয়েছে বা হবে। বিএনপি'র নোটিশ পাবার পর স্পিকার আলোচনার সুযোগ দিতে চাইলেন। আর সেই সুযোগ না নিয়ে মওদুদ গং ভেলকি খেললেন! এভাবে আর জনতাকে কতোকাল বোকা বানাবেন এই রাজনৈতিক বেশ্যা??? পরে সাংসদ খোকন বলেছেন, তিনি এর কিছুই জানেন না। তিনি কোনো নোটিশ প্রত্যাহার করেন নি। তাহলে কি বিএনপি সংসদ সদস্যপদ বাঁচানোর জন্য সংসদে হাজিরা দিতে উকি মেরেছিলেন। আর দুই ঘণ্টা কষ্ট করে হাউজে বসেছিলেন? আপনারা কোন দেশের জনতার প্রতিনিধি? আপনারা জানেন যে সংসদে বাজেট অধিবেশনে অন্য কোনো আলোচনার সুযোগ নাই। তারপরেও সাংসদ খোকনকে দিয়ে নোটিশ করালেন। আবার প্রত্যাহার নাটকও করলেন। আবার ধুয়া তুলে বক্তব্য না শুনে ওয়াকআউট করলেন? আহারে বিরোধীদল? আহারে ক্ষমতার খায়েস???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.