নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
এক বাক্যে এখন আমি গদিবিলাসের কথা বলতে পারতাম
কিন্তু কি-বোর্ড ভুল করে নদীবিলাস লিখে ফেললো!
তাহলে চলো বরং শোনা যাক নদীবিলাসের গল্প-
নদী মাতা যার, নদীমাতৃক, শত নদী বুকে নিয়ে ছোট্ট আমার দেশ
নদী নিয়ে একসময় আমরা সবাই এভাবেই খুব গর্ব করতাম
ভূগোলের হাজার নদীতে আটকে যেত চোখ
মানচিত্রে কেবল নদী আর নদী ছিলো, উথাল পাথাল ঢেউ ছিলো
সেই চোখ অন্ধ হবার আগেই কোথায় হারিয়ে গেল শত-শত নদী?
এখন আমি একবাক্যে গদিবিলাসের কথা বলতে পারতাম
কিন্তু নদীর কথা মনে পড়ায় এখন আমার বুকের ভেতর
বিশাল একটা সাহারা মরুভূমি! নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে খুব!
স্বাধীনতার নামে শাসক আর শোষক মিলে তোমরা কেমন চোখের সামনেই
বড় বড় আস্ত সব নদী গিলে ফেললে! এত নদী খেয়েও তোমাদের ক্ষুধা মেটেনি, না?
তাই এখন জঙ্গলের দিকে চোখ। এবার আস্ত সুন্দরবনটা খাওয়া চাই!
গদিবিলাসের কথা বলতে গিয়ে যখন নদীবিলাসে ঢুকেই পড়েছি
হবে নাকি এখন একটা কুমিরশুমারি?
দু'চোখ যেদিকে যায়, শান্তি পাই না স্বস্তি পাই না আর
চারিদিকে দেখি শুধু বড় বড় সাদা-কালো কুমির আর কুমির!
আচ্ছা, কুমিরশুমারির জন্য কী আলাদা কোনো মেথট আছে?
জলে কুমির ডাঙ্গায় কুমির, কোন কুমির আগে গুণবে ভাই!
নদীবিলাস ছেড়ে তোমরা যারা এখন গদিবিলাসে মত্ত
নিশ্চিত একদিন তোমরাই বাজারে ছাড়বে কুমিরবিলাস তত্ত্ব।
....................................
৯ আগস্ট ২০১৬
২| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:১৪
বিলুনী বলেছেন: ভোটার বিহীন নির্বাচনের কথা মানুষ আর গিলেনা
দেশে গনতন্ত্র নেই এটা আর মানুষ বলেনা
হাছিনার গালে জোতা মার তালে তালে এটা আর কেও বলেনা ।
খালেদা তুমি এগিয়ে চল আমরা আছি তোমার সাথে এটাও আর কেও বলেনা
ধর্মের বাতাস কারো গায়ে আর লাগেনা
তাই নতুন সুরে গানা শুরু হইছে , কবিতায় স্বাধিনতা শব্দ নিয়া টানা হেচরা চলছে তো চলছেই
দেশের পবিত্র স্বাধিনতাকে এমনভাবে কবিতায় কোন দেশে কদর্যভাবে ব্যাবহার করা হইছে কিনা জানা নাই
স্বাধিনতা আর যতেচ্ছাচার এক জিনিস নয় এটা কি বুঝে আসে নাই
স্বাধিনতাকে খারাপ সবকিছুর সাথে মিলানো ঈঙ্গীত করে ভাল ছিল পরাধীন থাকাটাই
কেমনভাবে হল বলা ছোট্ট আমার দেশ
নদী মাতা যার, নদীমাতৃক, শত নদী বুকে নিয়ে ছোট্ট আমার দেশ
নীজের দেশকে ছোট্ট বলে সে আসলে একটা ছোট্ট মনের মানষ ছাড়া কিছুনা
ভাল লোকেরা সদাই বলে
সকল দেশের সেরা সে যে আমার জম্মভুমি
দেশটা যদি ছোটই হবে তবে যেখানেই বিদ্যুত কেন্দ্র হবে তার বাতাস সুন্দর বনে যাবেই যাবে
তাই ধানাই পানাই না করে এক কথায় বলে দিলেই হয় দেশ আন্ধারে থাক এটাই চাই
বিদ্যুতের চেয়ে সুন্দরবনের খাম্বাই চাই , খাম্বা ছাড়া এ জগতে আর কিছু নাই
সরকার যে তার বিজ্ঞ প্রকোশলী ও পরিবেশবিদ ও গুনী জনদেরকে
নিয়ে পরীক্ষা করে বলছে এটার বিশেষ তেমন ক্ষতিকর দিক নাই , সে দিকে কেন নজর নাই
যেটুকু ক্ষতির সম্বাবনা আছে সেটুকু স্বিকার করে সরকার বলছে এটার চেক এন্ড ব্যলেনস প্রকল্পেই আছে তাই
সেদিকে কেন নজর নাই এর বদলে মন গড়া কথার ফুলজুড়ি ছড়াই ।
পরিবেশবাদীরা কেন লেজ গুটায়ে বসে আছেন তার কোন উত্তর নাই ।
এখন সামুর পাতায় আজগুবি সব লেখালিখি করি আমরাই ।
আসল তথ্য বাদ দিয়া মিথ্যা কথার ফানুষ উড়াই ।
ভাল ভাল বিচিত্র সব সেলুকাসরাই ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯
নীলাঞ্জনানীলা বলেছেন: দারুণ লেখেন তো আপনি!
খুব ভালো লাগলো। ++++++++++
©somewhere in net ltd.
১| ০৯ ই আগস্ট, ২০১৬ ভোর ৬:২৩
দ্যা ফয়েজ ভাই বলেছেন: ভালো লাগলো।