নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
মিস্টার 'বঙ্গ বাহাদুর' কিন্তু জানে না কোনটা ভারতের সীমান্ত আর কোনটা বাংলাদেশের। বুনোহাতিটি গত ২৮ জুন বানের পানিতে ভেসে ভারত সীমান্ত থেকে কুড়িগ্রামের রৌমারী, গাইবান্ধা, বগুড়ার সারিয়াকান্দি, সিরাজগঞ্জের কাজীপুর হয়ে গত ২৭ জুলাই থেকে সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নে অবস্থান করছেন। প্রাথমিক উদ্ধার অভিযান সফল হওয়ার পর হাতিটির নাম দেওয়া হয়েছে 'বঙ্গবাহাদুর'।
সর্বশেষ খবর হলো আজ আবার মিস্টার 'বঙ্গ বাহাদুর' রশি ছিড়ে জলাশয়ে অবস্থান নিয়েছেন। ভারত ও বাংলাদেশের বাঘা বাঘা বন্য প্রাণী সংরক্ষণ দলকে নাকানি চুকানি খাইয়ে দিয়েছে মিস্টার 'বঙ্গ বাহাদুর'। যদিও পাবলিক তারে ধইরা আচ্ছামত বাঁধন দিছিলো। কিন্তু কাম হয় নাইকা। আজ আবার ছুইট্টা গ্যাছে।
সবচেয়ে ইন্টারেসিং ব্যাপার হলো, আমাদের মিডিয়া এই মিস্টার 'বঙ্গ বাহাদুর'কে নিয়ে যতোটা উৎসাহী সুন্দরবন প্রশ্নে এরা যেন ততোটা দায়সারা। একটি হাতি নিয়ে আমাদের মিডিয়ার যত উদ্বেগ দেখলাম, সুন্দরবন নিয়ে এরা ততটা উদ্বিগ্ন নয়। এই কোন জাতিরে ভাই। এই জাতির মিডিয়াও দেখি বিশাল একটা সার্কাস!!!
..............................
১৩ আগস্ট ২০১৬
.
২| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: ইন্টারেসিং ব্যাপার হলো, আমাদের মিডিয়া এই মিস্টার 'বঙ্গ বাহাদুর'কে নিয়ে যতোটা উৎসাহী সুন্দরবন প্রশ্নে এরা যেন ততোটা দায়সারা। একটি হাতি নিয়ে আমাদের মিডিয়ার যত উদ্বেগ দেখলাম, সুন্দরবন নিয়ে এরা ততটা উদ্বেগ নয়। এই কোন জাতিরে ভাই। এই জাতির মিডিয়াও দেখি বিশাল একটা সার্কাস!!!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
৩| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪
জুন বলেছেন: কথায় আছে "সামনে দিয়ে হাতি গেলেও চোখে পড়ে না, পেছন দিয়ে সুই গেলেও চোখে পড়ে"। তেমনি আমরা এখন পেছনের সুই এর দিকে গভীর মনযোগের সাথে তাকিয়ে আছি রেজা ঘটক হাতি চোখে পড়ছে না ।
৪| ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১২
নোমান প্রধান বলেছেন: বেশ
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
সাহসী সন্তান বলেছেন: এই হস্তি কাহিনী ঘটনার পর থেকে আমার ক্যান জানি খালি মনে হইতাছে, যদি মৃত্যুর পরে আবারও এই পৃথিবীতে ফেরত আসার কোন অপশন থাকে (যদিও আমি পূর্ব জন্মে বিশ্বাস করি না, তথাপি) তাহলে আর মানুষ হিসাবে না, ঐ হাতি হয়েই জন্মানোর ইচ্ছা পোষণ করবো!
বাব্বাহ, গত কয়েকদিন ধইরা আমাগো মিডিয়া এই এক হাতি নিয়া যে খেলটা দেখাইলো না, মাইরি বলছি- হাতিটার চৌদ্দ গুষ্টির কপাল ভাল! তবে এটাকে কিন্তু একদমই নেগেটিভলি নেওয়ার কোন অপশন নাই! কারণ আফটার অল এটার মাধ্যমে আমাদের জীবে প্রেমের একটা সরুপ প্রকাশ পেয়েছে বলতে হবে!
ঐ যে কথায় আছে না- 'জীবে প্রেম করে যে জন, সে জন সেবিচে ইশ্বর!'