নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

আসামী বাটলার শাস্তি পায় মাশরাফি আর সাব্বির! ছিঃ আইসিসি! আইছিঃছিঃ!!

১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৩৬

ঘটনা-১.
অপরাধ করেছিলেন ইংলিশ ক্যাপ্টেন জোস বাটলার। টাইগার্সদের উইকেট পাওয়ার সেলিব্রেশন তিনি মন থেকে মানতে পারেননি। তাই মুখ খারাপ করে স্লেজ করেছিলেন। মাঠের দুই আম্পায়ার, টাইগার্স ক্যাপ্টেন মাশরাফি আর অপর ইংলিশ ব্যাটসম্যান ক্রিস ওকস তা সামাল দেন।

ঘটনা-২.
খেলা শেষে তামিম হ্যান্ডসেক করার জন্য জনি বেয়ারস্টো'র দিকে হাত বাড়ালেও তিনি তাতে সাড়া দেননি। বেয়ারস্টো করমর্দন না করলেও তামিম ইকবাল আরো এগিয়ে যান। বেয়ারস্টো হাত না বাড়ালে তামিম তাকে বোঝাতে গিয়ে তার (বেয়ারস্টো'র) পিঠে হাত রাখেন। তিনি ওটাও ভালো ভাবে নেননি। এ সময় অপর ইংলিশ খেলোয়াড় বেন স্টোকস এক পর্যায়ে তামিমকে ধাক্কা দেয়।

ঘটনা-৩.
আইসিসি দ্বিতীয় ওয়ানডে'র মাঠের ওই ঘটনায় মাশরাফি ও সাব্বিরের ম্যাচ ফি'র ২০ ভাগ কেটে নিয়েছে। আর মূল অপরাধী জোস বাটলারকে একটু ইসারায় চোখ রাঙিয়ে দিয়েছে।

সারমর্ম:
এতদিন আমরা ক্রিকেটকে সবচেয়ে ভদ্র খেলা হিসেবে জানতাম। কিন্তু ইংলিশরা যখন হারে তখন এটা আর ভদ্র খেলা থাকে না। এটা তখন তাদের পেস্টিজ পাংচারের দেমাগে আচর কাটে। আইসিসি'র বড় মাতবরও তারা। তাই নিজেদের মত বিচার করছে। গত দুই বছরে মোট চারবার (এক হালি) ওরা আমাদের কাছে হারছে। বুধবার হারলে সংখ্যাটা হবে ৫। পুরো এক হাত!!

........................
১১ অক্টোবর ২০১৬

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: আসামী বাটলার শাস্তি পায় মাশরাফি আর সাব্বির! ছিঃ আইসিসি! আইছিঃছিঃ!!

++++++++++++++

২| ১২ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:২৩

রক্তিম দিগন্ত বলেছেন:
ইংরেজরা বিশ্বকাপের পর থেকে ইস্যু খুঁজছিল শুধু। সব দিক থেকে যখন কোনভাবেই কিছু পাচ্ছিল না - তখন এইসব শুরু করলো।

নাক উঁচু ইংরেজ কথাটা এভাবে এভাবেই আসেনি। এইসব কারণেই এসেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.