নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

অমর একুশে বইমেলায় আমার বই!

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৩০

অমর একুশে বইমেলায় আমার কী কী বই পাওয়া যায়?
যারা জানতে চেয়ে প্রায়ই ফোন করেন বা দেখা হলে জানতে চান, তাদের জন্য এই স্টাটাস!

১. বসনা। উপন্যাস। বিদ্যাপ্রকাশ। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নং ৩৭০-৩৭১-৩৭২।
২. ফিদেল দ্য গ্রেট কমরেড। প্রবন্ধ। শ্রাবণ প্রকাশনী। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নং ২৫৫-২৫৬-২৫৭।
৩. গল্পেশ্বরী। গল্প সংকলন। সব্যসাচী। লিটলম্যাগ চত্বর। বহেড়াতলায় স্টল নং ৫২।
৪. ভূমিপুত্র। গল্প সংকলন। অন্যপ্রকাশ। সোহরাওয়ার্দী উদ্যানে অন্যপ্রকাশের প‌্যাভেলিয়ান।
৫. পঞ্চভূতেষু। গল্প সংকলন। ছায়াবীথি। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নং ২২১।
৬. মুজিব দ্য গ্রেট। জীবনী। ত্রয়ী প্রকাশনী। সোহরাওয়ার্দী উদ্যানে স্টল নং মনে নাই, টাওয়ার বরাবর।
৭. মা। উপন্যাস। আল-আমিন প্রকাশন। সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যাপ্রকাশের ঠিক দুই-তিনটা স্টল পরেই স্টল নাম্বার মনে নাই।
৮. সাধুসংঘ। গল্প সংকলন। আল-আমিন প্রকাশন। সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যাপ্রকাশের ঠিক দুই-তিনটা স্টল পরেই স্টল নাম্বার মনে নাই।
৯. শূন্য দশমিক শূন্য। প্রবন্ধ। আল-আমিন প্রকাশন। সোহরাওয়ার্দী উদ্যানে বিদ্যাপ্রকাশের ঠিক দুই-তিনটা স্টল পরেই স্টল নাম্বার মনে নাই।
১০. বুনো বলেশ্বরী। গল্প সংকলন। পাঠসূত্র। প্রিন্ট আউট।
১১. সোনার কংকাল। গল্প সংকলন। বিবর্তন। প্রিন্ট আউট।
১২. গপ্পো টপ্পো না সত্যি। শিশুতোষ গল্প। জয়তী পাবলিকেশানস। প্রিন্ট আউট
১৩. ময়নার বয়স তেরো। গণ স্বাক্ষরতা অভিযান। প্রিন্ট আউট।
১৪. বয়োঃসন্ধিকাল। গণ স্বাক্ষরতা অভিযান। প্রিন্ট আউট।

এখন আর মনে পড়ছে না...

যারা স্টল খুঁজে পান না বা ঘরে বসে আমার বই পেতে চান, তারা https://www.rokomari.com -এ ১৬২৯৭ নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন।

ছবিতে এবারের তিন নতুন বই। বসনা উপন্যাসটি বসনিয়া যুদ্ধ নিয়ে। ফিদেল তো বোঝাই যাচ্ছে। আর গল্পেশ্বরী আমার ষষ্ঠ গল্প সংকলন!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪০

ওমেরা বলেছেন: ওমা গো -----------আপনার এত্ত গুলো বই বের হয়েছে !!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০০

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৫৩

চাঁদগাজী বলেছেন:


৬. মুজিব দ্য গ্রেট। **** ফিদেল দ্য গ্রেট কমরেড

নামগুলো মানুষকে বই'এর অনাগ্রহী করতে পারে, আমার ধারণা; ধারণা মানেই ধারণা, সঠিক হতে পারে, বেঠিক হতে পারে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০০

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:৪৯

সামিউল ইসলাম বাবু বলেছেন: শুভকামনা

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৫৩

ভাবুক কবি বলেছেন: অনেক অনেক ভালবাসা ও শুভ কামনা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

দারুণ ব্যাপার! আমি তো ভেবেছিলাম আপনি খালি টউটউ কইরা বেড়ান... ... মানে ঘটকেরা যা করে আর কি!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০১

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:০৩

কল্পদ্রুম বলেছেন: আপনাকে অভিনন্দন এতগুলো বই লেখার জন্য।বসনা বইটা কি চট্টগ্রামে পাওয়া যাবে?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:০২

রেজা ঘটক বলেছেন: ধন্যবাদ। বইমেলার পর বাতিঘরে পাওয়া যাবে! আর ঘরে বসে রকমারি.কম থেকে ১৬২৯৭ এ ফোন করে কেনা যাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.