নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

সংখ্যালঘুদের নিয়ে রেজা ঘটকের কাহিনী চলচ্চিত্র \'হরিবোল\'-এর জন্যে Crowd Funding বা গণ-অর্থায়নের আবেদন!

১৮ ই মার্চ, ২০১৮ সকাল ৭:২১

সংখ্যালঘুদের নিয়ে রেজা ঘটকের কাহিনী চলচ্চিত্র 'হরিবোল'-এর জন্যে Crowd Funding বা গণ-অর্থায়নের আবেদন

সিনেমা: হরিবোল
সিনেমার দৈর্ঘ্য: ৯০ মিনিট (ইন্টারন্যাশনাল ভার্সান) ও দুই ঘণ্টা (ন্যাশনাল ভার্সান)
ক্যামেরা: Mark III
কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা: রেজা ঘটক

ফারাক্কা বাঁধের পর পদ্মা নদীসহ ও পদ্মা নদীর শাখানদী ও উপনদীগুলো ধীরে ধীরে মৃতপ্রায়। বলেশ্বর নদ পদ্মা নদীর একটি শাখা। বলেশ্বর নদের পারের মানুষের জীবন 'হরিবোল' সিনেমার প্রধান উপজীব্য বিষয়। সংখ্যালঘু সনাতন ধর্মের একটি গ্রামীণ পরিবারের কাহিনী এই চলচ্চিত্রে চিত্রায়ন করা হয়েছে। বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের জীবনকে ঘিরে এই ছবি। পাশাপাশি মুক্তিযুদ্ধের ঘটনাবলী, স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টিকে এই ছবিতে বিশেষভাবে তুলে আনা হয়েছে।

প্রি-প্রোডাকশন ও প্রোডাকশন শেষে আমার নির্মাণাধীন সংখ্যালঘুদের নিয়ে কাহিনী চলচ্চিত্র 'হরিবোল'-এর এখন পোস্ট-প্রোডাকশন চলছে। 'হরিবোল' সিনেমার পোস্ট-প্রোডাকশনের জন্য মিনিমাম দশ লাখ টাকার প্রয়োজন। সিনেমার পোস্ট-প্রোডাকশন পর্বে ডাবিং, মিউজিক, সাউন্ড, কালার কারেকশন, সাউন্ড কারেকশন, মিক্সিং, ভিএফএক্স, ফাইনাল মিক্সিং, টাইটেল, সাব-টাইটেল, ডিসিপি ও চূড়ান্ত পর্যায়ের অবশিষ্ট কাজ করার জন্য মিনিমাম দশ লাখ টাকার প্রয়োজন।

Crowd Funding বা গণ-অর্থায়নের ক্ষেত্রগুলো নিম্নরূপ:
১. “নিবেদক” (Presented by) : টাকা: ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ টাকা) [USD $ 6,250] প্রদান করলে ছবি'র “নিবেদক”(Presented by) হিসেবে টাইটেলে নাম যাবে। “নিবেদক” টাইটেল কার্ডটি ছবি'র প্রথমেই প্রদর্শিত হবে। এছাড়া ছবি'র “নিবেদক”-কে ছবিটির প্রিমিয়ার শো-তে বিশেষভাবে সম্মানিত করা হবে। চলচ্চিত্রটির “নিবেদক”-কে ছবিটির একশো (১০০) ডিভিডি দেওয়া হবে। অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটি পোস্টার এবং প্রিমিয়ার শো'র পঞ্চাশটি (৫০) আমন্ত্রণপত্র পাবেন।

(২) টাকা: ১,০০,০০০/- [এক লক্ষ টাকা] [USD $ 1250]
* ছবির টাইটেল কার্ডে অর্থ প্রদানকারীর নাম সহযোগী প্রযোজক (সাম্মানিক) হিসেবে যাবে
* ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম সহযোগী প্রযোজক (সাম্মানিক) হিসেবে যাবে
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটি ডিভিডি পাবেন
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটি পোস্টার পাবেন
* প্রিমিয়ার শো'র বিশটি (২০) আমন্ত্রণপত্র পাবেন

(৩) টাকা: ৫০,০০০/- [পঞ্চাশ হাজার টাকা] [USD $ 625]
* ছবির প্রথম টাইটেল কার্ডে অর্থপ্রদানকারীর নাম যাবে
* ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটা ডিভিডি পাবেন
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটি পোস্টার পাবেন
* প্রিমিয়ার শো'র বিশ (১০) আমন্ত্রণপত্র পাবেন

(৪) টাকা: ১০,০০০/- ও উর্ধ্বে [USD $ 125 and above]
* ছবির শেষ টাইটেল কার্ডে অর্থপ্রদানকারীর নাম যাবে
* ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটা ডিভিডি পাবেন
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটি পোস্টার পাবেন
* প্রিমিয়ার শো'র দশটি (১০) আমন্ত্রণপত্র পাবেন

(৫) টাকা: ৫,০০০/- ও উর্ধ্বে [USD $ 63 and above]
* ছবির স্মরণিকায় অর্থপ্রদানকারীর নাম কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করা হবে
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটা ডিভিডি পাবেন
* অর্থপ্রদানকারী পরিচালকের স্বাক্ষরকৃত ছবি'র একটি পোস্টার পাবেন
* প্রিমিয়ার শো'র দশটি (১০) আমন্ত্রণপত্র পাবেন

অর্থ পাঠানোর ব্যাংক অ্যাকাউন্ট নম্বর:

Account Holder’s Name : REZA GHATOK
Account Number : 1339-11100111986
UTTARA BANK LIMITED
Branch Name : Moulovibazar Branch, Dhaka
Bangladesh

এছাড়া সরাসরি bKash-এর মাধ্যমে অর্থ প্রেরণ করতে পারবেন। bKash নন্বর; +৮৮ ০১৬৭৪১৮০১৬৩ (পার্সোনাল)।
আগামী ৩০ এপ্রিল ২০১৮ পর্যন্ত অর্থ প্রেরণ করা যাবে। অর্থ পাঠানোর পর +৮৮ ০১৬৭৪১৮০১৬৩ ফোন নম্বরে অথবা [email protected] -এ আপনার প্রেরিত অর্থের পরিমাণ, সম্পূর্ণ নাম (বাংলা ও ইংরেজিতে), ঠিকানা, ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা পাঠানোর জন্যে অনুরোধ জানানো যাচ্ছে।

'হরিবোল' কাহিনী চলচ্চিত্রের জন্যে আপনার প্রেরিত অর্থ ধন্যবাদের সঙ্গে গ্রহণ করা হবে এবং প্রদেয় অর্থ প্রাপ্তির মুহূর্তেই আপনাকে জানানো হবে। আপনাদের প্রেরিত অর্থ 'হরিবোল' কাহিনী চলচ্চিত্রটি সম্পূর্ণ করার কাজে ব্যয় করা হবে।

বিনীত নিবেদক

রেজা ঘটক
ই-মেইল: [email protected]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫২

ঠ্যঠা মফিজ বলেছেন: খুব ভালো একটা উদ্ধেগ্য।

২| ১৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর উদ্যোগ। সফলতা কামনা করছি।

৩| ১৯ শে মার্চ, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: সুন্দর।

৪| ২৩ শে মার্চ, ২০১৮ রাত ১২:০৪

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: ভালো উদ্যোগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.