নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

কে হচ্ছে রাশিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন? পর্তুগাল না জার্মানি!!!

২৩ শে জুন, ২০১৮ সকাল ৮:১৯

বিবিসি'র বিশ্লেষণে এবার কোয়ার্টার ফাইনাল খেলবে যে আটটি দল-
ফ্রান্স, জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, আর্জেন্টিনা, বেলজিয়াম, পোল্যান্ড ও রাশিয়া। বিবিসি'র বিশ্লেষণ শুরুতেই হুচোট খেয়েছে। পোল্যান্ড ও আর্জেন্টিনার তো দ্বিতীয় রাউন্ডে ওঠাই ঝুঁকির মধ্যে। বিবিসি'র হিসাবে সেমি ফাইনাল খেলবে যে চারটি দল সেগুলো হলো- ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ও বেলজিয়াম। আর ফাইনাল খেলবে জার্মানি ও বেলজিয়াম। আর ১৫ জুলাই চ্যাম্পিয়ন হবে বেলজিয়াম। বিবিসি'র এই বিশ্লেষণ প্রথম রাউন্ডেই অচল হবার পথে।

এবার আসুন আমার বিশ্লেষণে।
প্রথম রাউন্ডে গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হবে রাশিয়া ও রানার-আপ হবে উরুগুয়ে। বাদ যাবে মিশর ও সৌদি আরব। গ্রুপ বি থেকে চ্যাম্পিয়ন পর্তুগাল ও রানারআপ স্পেন। বাদ যাবে ইরান ও মরক্কো। গ্রুপ সি থেকে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন ফ্রান্স ও রানারআপ ডেনমার্ক। বাদ যাবে অস্ট্রেলিয়া ও পেরু। গ্রুপ ডি থেকে চ্যাম্পিয়ন ক্রোয়েশিয়া ও রানারআপ নাইজেরিয়া। বাদ যাবে আর্জেন্টিনা ও আইসল্যান্ড।

গ্রুপ ই থেকে চ্যাম্পিয়ন ব্রাজিল ও রানারআপ সুইজারল্যান্ড। বাদ যাবে সার্বিয়া ও কোস্টারিকা। গ্রুপ এফ থেকে চ্যাম্পিয়ন জার্মানি ও রানারআপ মেক্সিকো। বাদ যাবে সুইডেন ও দক্ষিণ কোরিয়া। গ্রুপ জি থেকে চ্যাম্পিয়ন বেলজিয়াম ও রানারআপ ইংল্যান্ড। বাদ যাবে পানামা ও তিউনিশিয়া। এবং গ্রুপ এইচ থেকে চ্যাম্পিয়ন সেনেগাল ও রানারআপ কলাম্বিয়া। বাদ যাবে জাপান ও পোল্যান্ড।

এবার দ্বিতীয় রাউন্ডের খেলায় ম্যাচ নং ৪৯: গ্রুপ এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ বি রানারআপ (রাশিয়া বনাম স্পেন) খেলায় রাশিয়া জিতবে। ম্যাচ নং ৫০: গ্রুপ সি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ডি রানারআপ (ফ্রান্স বনাম নাইজেরিয়া) খেলায় ফ্রান্স জিতবে। ম্যাচ নং ৫১: গ্রুপ বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এ রানারআপ (পর্তুগাল বনাম উরুগুয়ে) খেলায় পর্তুগাল জিতবে। ম্যাচ নং ৫২: গ্রুপ ডি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ সি রানারআপ (ক্রোয়েশিয়া বনাম ডেনমার্ক) খেলায় ডেনমার্ক জিতবে।

ম্যাচ নং ৫৩: গ্রুপ ই চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এফ রানারআপ (ব্রাজিল বনাম মেক্সিকো) খেলায় মেক্সিকো জিতবে। ম্যাচ নং গ্রুপ জি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ এইচ রানারআপ (বেলজিয়াম বনাম কলাম্বিয়া) খেলায় বেলজিয়াম জিতবে। ম্যাচ নং ৫৫: গ্রুপ এফ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ ই রানারআপ (জার্মানি বনাম সুইজারল্যান্ড) খেলায় জার্মানি জিতবে। ম্যাচ নং ৫৬: গ্রুপ এইচ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ জি রানারআপ (সেনেগাল বনাম ইংল্যান্ড) খেলায় ইংল্যান্ড জিতবে।

এবার আসুন কোয়ার্টার ফাইনালে। ম্যাচ নং ৫৭: ম্যাচ ৪৯ বিজয়ী বনাম ম্যাচ ৫০ বিজয়ী (রাশিয়া বনাম ফ্রান্স) খেলায় ফ্রান্স জিতবে। ম্যাচ নং ৫৮: ম্যাচ ৫৩ বিজয়ী বনাম ম্যাচ ৫৪ বিজয়ী (মেক্সিকো বনাম বেলজিয়াম) খেলায় বেলজিয়াম জিতবে। ম্যাচ নং ৫৯: ম্যাচ ৫১ বিজয়ী বনাম ম্যাচ ৫২ বিজয়ী (পর্তুগাল বনাম ডেনমার্ক) খেলায় পর্তুগাল জিতবে। এবং ৬০ নং ম্যাচ: ম্যাচ ৫৫ বিজয়ী বনাম ম্যাচ ৫৬ বিজয়ী (জার্মানি বনাম ইংল্যান্ড) খেলায় জার্মানি জিতবে।

এবার আসুন সেমি-ফাইনালে। ম্যাচ নং ৬১: ম্যাচ ৫৭ বিজয়ী বনাম ম্যাচ ৫৮ বিজয়ী (ফ্রান্স বনাম বেলজিয়াম) খেলায় বেলজিয়াম জিতবে। এবং ম্যাচ নং ৬২: ম্যাচ ৫৯ বিজয়ী বনাম ম্যাচ ৬০ বিজয়ী (পর্তুগাল বনাম জার্মানি) খেলায় জার্মানি জিতবে।

এবার আসুন তৃতীয় স্থান নির্ধারনী খেলায়। ম্যাচ ৬১ বিজিত বনাম ম্যাচ ৬২ বিজিত (ফ্রান্স বনাম পর্তুগাল) খেলায় পর্তুগাল জিতবে। পর্তুগাল হবে তৃতীয়।

এবার আসুন ফাইনাল খেলায়। ম্যাচ ৬১ বিজয়ী বনাম ম্যাচ ৬২ বিজয়ী (বেলজিয়াম বনাম জার্মানি) খেলায় জার্মানি জিতবে। বেলজিয়াম হবে রানারআপ।

আমার এই প্রেডিকশনে একটু এদিক সেদিক হলে পর্তুগাল ও বেলজিয়াম ফাইনাল খেলবে। সেক্ষেত্রে এবারের চ্যাম্পিয়ন পর্তুগাল এবং রানারআপ বেলজিয়াম। সেক্ষেত্রে ফ্রান্স ও জার্মানির খেলায় তৃতীয় স্থান হবে জার্মানির।

তাই এবারের ২১তম বিশ্বকাপ ফুটবল আসরের আমার প্রথম পছন্দের দল জার্মানি এবং দ্বিতীয়টি পর্তুগাল। যে কোনো একটিকে চ্যাম্পিয়ন দেখব। কোনো ভুল নাই। এবার আসেন এই প্রডিকশানে কে কে কি কি যুক্তিতে তর্ক করবেন??? তর্ক করবেন অবশ্যই যুক্তি দিয়েো। যুক্তি ছাড়া তর্ক ইজ নট অ্যালাউড।

-----------------
২৩ জুন ২০১৮

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৮:৫৪

মোঃ ইকবাল ২৭ বলেছেন: বি গ্রুপে স্পেনকে রানার্সআপ রাখলেন, পূর্তগালকে গ্রুপ চ্যাম্পিয়ন এটা বিপরীত হতে পারে। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হবে না। কলম্বিয়া দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে না।ক্রোশিয়ার সঙ্গী আর্জেন্টিনা ও হতে পারে।

২| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: জার্মানি আর বেলজিয়াম ফাইনাল খেলবে।

৩| ২৩ শে জুন, ২০১৮ সকাল ৯:১৬

গরল বলেছেন: আমার প্রথম পছন্দ এখন পর্তুগাল, তারপর জার্মানি। ক্রোয়েশিয়াকে কোয়ার্টার ফাইনালে রাখল না কেন বুঝলাম না, পোল্যান্ডের চেয়ে ভাল খেলছে ক্রোয়েশিয়া।

৪| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:০৪

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই ধরনের ভবিষ্যৎ গননা অধিকাংশ ক্ষেত্রেই ভুল হতে দেখা যায়।

৫| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল তো সুইজারল্যান্ড কে হারিয়েছে ২-০ গোলে। রেফারির বদান্যতায় ১-১ হয়েছে এতো ফাউলের পরে। সুইজারল্যান্ড সার্বিয়া কে হারিয়েছে ২-১ গোলে। তারমানে শক্তির বিবেচনায় ব্রাজিল ১ নম্বর। মেক্সিকো ব্রাজিল এর কাছে হারবে বড়ো ব‍্যবধানে। রাশিয়ার বিশ্বকাপে জার্মানি ফ্লপ করবে। মেক্সিকোর কাছে হারা দল চ্যাম্পিয়ন হয় কিভাবে। বেলজিয়ামের সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। আর চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের একজন খেলোয়াড় গতকাল দেখা গেছে এক ম্যাচে যিনি ছয় গোল করার যোগ্যতা রাখেন।

৬| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

সেলিম আনোয়ার বলেছেন: ব্রাজিল তো সুইজারল্যান্ড কে হারিয়েছে ২-০ গোলে। রেফারির বদান্যতায় ১-১ হয়েছে এতো ফাউলের পরে। সুইজারল্যান্ড সার্বিয়া কে হারিয়েছে ২-১ গোলে। তারমানে শক্তির বিবেচনায় ব্রাজিল ১ নম্বর। মেক্সিকো ব্রাজিল এর কাছে হারবে বড়ো ব‍্যবধানে। রাশিয়ার বিশ্বকাপে জার্মানি ফ্লপ করবে। মেক্সিকোর কাছে হারা দল চ্যাম্পিয়ন হয় কিভাবে। বেলজিয়ামের সর্বোচ্চ দৌড় কোয়ার্টার ফাইনাল। আর চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের একজন খেলোয়াড় গতকাল দেখা গেছে এক ম্যাচে যিনি ছয় গোল করার যোগ্যতা রাখেন।

৭| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৩২

ধ্রুবক আলো বলেছেন: ব্রাজিল ব্যাল্যান্স টিম। জার্মানি একটা হোঁচট খেলেও আশা করা যায় তারা ফাইনাল খেলবে, আর্জেন্টিনা এবারের টিম কোনো টিম না হুদাই বিশ্বকাপ খেলতে আসছে। ইংল্যান্ড, ফ্রান্স মোটামুটি। পর্তুগাল শুধু রোনালদো নির্ভর, স্পেনের ডিফেন্স দুর্বল।
বেলজিয়াম ও কলম্বো চমক দেখাবে।
৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল হট ফেভারিট এখনও পর্যন্ত বলা যায় ওদের ফিনিশিং ভালো, কাপ ওদের ঘরেও যেতে পারে ৬ষ্ঠ বারের মত। তারপরও গোল বলের খেলা কোনো কিছুই নিশ্চিত বলা যায় না।

৮| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২

ন্যায়দন্ড বলেছেন: না, তা হবে না।

৯| ২৩ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩

সুমন কর বলেছেন: সময় বলে দেবে.....

১০| ২৩ শে জুন, ২০১৮ দুপুর ১২:৪৭

মেটাফেজ বলেছেন: ইড়াণ।

১১| ২৫ শে জুন, ২০১৮ সকাল ৯:৪১

মোঃ ইকবাল ২৭ বলেছেন: জার্মানি ফাইনাল খেলবে এবং কাপ তারাই নিবে, এবারের বিশ্বকাপে হট ফেভারিট জার্মানি। প্রথম খেলায় মেক্সিকোর কাছে হার এটা একটা এক্সিডেন্ট, এরকম হতেই পারে। জার্মানরা যে কোন চাপ মোকাবেলা করতে পারে সুইডেনকে শেষ মুহুর্তে হারিয়ে তা তারা দেখিয়ে দিয়েছে।

১২| ২৭ শে জুন, ২০১৮ রাত ১১:৪১

আমি নই বলেছেন: আপনার প্রেডিকশনের তো ১৩টা বাজায়া দিলো দল গুলো।

১৩| ২৯ শে জুন, ২০১৮ রাত ৮:৫৪

মোটা ফ্রেমের চশমা বলেছেন: জার্মানি তো বাদ, সুতরাং পর্তুগাল চ্যাম্পিয়ন! আপনার মুখে ফুলচন্দন পড়ুক ভাই!! ক্রিস্টিয়ানোর হাতে বিশ্বকাপ দেখতে চাই!

১৪| ০৯ ই জুলাই, ২০১৮ রাত ২:৩৩

Ashfi Tuhin বলেছেন: নোয়াখালী বনাম কুমিল্লা, ফাইনাল

১৫| ২৮ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

ন্যায়দন্ড বলেছেন: আমি, বলেছিলাম..............
৮. ২৩ শে জুন, ২০১৮ সকাল ১০:৪২ ০

ন্যায়দন্ড বলেছেন: না, তা হবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.