নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
দীর্ঘদিন পর একটা গান লিখলাম-
সুর কে করবে, শুনি!!!!!
----------------------------------<>>>
কইও মনের কথা
রেজা ঘটক
-----------------------------------<>>>
তুমি, সইতে পারো, কইতে পারো-
বুকের যত ব্যথা।
তুমি, আইতে পারো, যাইতে পারোওওওও (২)
কইও, কইও বন্ধু, মনের তোমার কথা।
তোমার, বুকে যত ব্যথা।।
কইওরে এএএএএএএ (২)....
কইও বন্ধু, মনের কথা কইও....
------------------------------------------<>>>----------------
সাদা মনে রঙের একি খেলা-
বন্ধু, করে সারাবেলা।।
তুমি, মনের আড়াল হইলে আমার
পরাণ হয় উতলা...
বন্ধু, হইওগো উতলা।
------------------------------------------<>>>>----------------
দোহাই তোমার যাইবার কালে
কইও মনের কথা গো
বন্ধু, কইও মনের ব্যথা।
এই জনমনের শত কষ্টের
কথা তুমি কইও গো বন্ধু-
কইও কষ্টের কথা
বন্ধু, কইও মনের ব্যথা।
----------------------------------------------<>>>-------------
তুমি, আইতে পারো, যাইতে পারোওওওও(২)
কইও, কইও বন্ধু, মনের তোমার কথা।
তোমার, বুকে যত ব্যথা।।
কইওরে এএএএএএএ(২)....
কইও বন্ধু, মনের কথা কইও....
--------------------<>>>--------------------
১৯ আগস্ট ২০১৮
ঢাকা, বাংলাদেশ
২০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৬
রেজা ঘটক বলেছেন: ভাইরে ব্লগে আগের মত সময় দিতে পারি না। আর এত সময়ও পাই না, সবার কথার জবাব দিতে। কী করা উচিত নয়, দ্যাট'স আপ টু ইউ!
২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৭
রাজীব নুর বলেছেন: রেজা ভাই, গান সুন্দর হয়েছে।
এখন আল্লাহ আল্লাহ করে সুরটা ঠিকঠাক দিতে পারলে অসাধারন হবে।
ইদানিং তো আপনাকে ব্লগে পাওয়া'ই যায় না।
২০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৫
রেজা ঘটক বলেছেন: সিনেমার ডাবিং চলতেছে। খুব বিজি ভাই!
৩| ২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৮
মিখু হোসাইন তিতু বলেছেন: মাহফুজুর বহমানের সুর যোগ করলে কেমন হয়..!
©somewhere in net ltd.
১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৭
ভ্রমরের ডানা বলেছেন: আপনার মন্তব্য করার রেকর্ড দেখে বুঝলাম আপনার লেখা পড়া উচিত নয়! মন্তব্য অনেক বড় জিনিস!