নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

looking for tune & composer!!!!

১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:০৮

দীর্ঘদিন পর একটা গান লিখলাম-
সুর কে করবে, শুনি!!!!!
----------------------------------<>>>
কইও মনের কথা
রেজা ঘটক
-----------------------------------<>>>
তুমি, সইতে পারো, কইতে পারো-
বুকের যত ব্যথা।
তুমি, আইতে পারো, যাইতে পারোওওওও (২)
কইও, কইও বন্ধু, মনের তোমার কথা।
তোমার, বুকে যত ব্যথা।।
কইওরে এএএএএএএ (২)....
কইও বন্ধু, মনের কথা কইও....
------------------------------------------<>>>----------------
সাদা মনে রঙের একি খেলা-
বন্ধু, করে সারাবেলা।।
তুমি, মনের আড়াল হইলে আমার
পরাণ হয় উতলা...
বন্ধু, হইওগো উতলা।
------------------------------------------<>>>>----------------
দোহাই তোমার যাইবার কালে
কইও মনের কথা গো
বন্ধু, কইও মনের ব্যথা।
এই জনমনের শত কষ্টের
কথা তুমি কইও গো বন্ধু-
কইও কষ্টের কথা
বন্ধু, কইও মনের ব্যথা।
----------------------------------------------<>>>-------------
তুমি, আইতে পারো, যাইতে পারোওওওও(২)
কইও, কইও বন্ধু, মনের তোমার কথা।
তোমার, বুকে যত ব্যথা।।
কইওরে এএএএএএএ(২)....
কইও বন্ধু, মনের কথা কইও....
--------------------<>>>--------------------
১৯ আগস্ট ২০১৮
ঢাকা, বাংলাদেশ

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ৩:৪৭

ভ্রমরের ডানা বলেছেন: আপনার মন্তব্য করার রেকর্ড দেখে বুঝলাম আপনার লেখা পড়া উচিত নয়! মন্তব্য অনেক বড় জিনিস!

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৬

রেজা ঘটক বলেছেন: ভাইরে ব্লগে আগের মত সময় দিতে পারি না। আর এত সময়ও পাই না, সবার কথার জবাব দিতে। কী করা উচিত নয়, দ্যাট'স আপ টু ইউ!

২| ১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ৯:২৭

রাজীব নুর বলেছেন: রেজা ভাই, গান সুন্দর হয়েছে।
এখন আল্লাহ আল্লাহ করে সুরটা ঠিকঠাক দিতে পারলে অসাধারন হবে।

ইদানিং তো আপনাকে ব্লগে পাওয়া'ই যায় না।

২০ শে আগস্ট, ২০১৮ রাত ৩:২৫

রেজা ঘটক বলেছেন: সিনেমার ডাবিং চলতেছে। খুব বিজি ভাই!

৩| ২৫ শে আগস্ট, ২০১৮ ভোর ৫:৩৮

মিখু হোসাইন তিতু বলেছেন: মাহফুজুর বহমানের সুর যোগ করলে কেমন হয়..!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.