নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

আইসিসিকে কিছু ফ্রি টিপস!

১১ ই জুলাই, ২০১৯ সকাল ৮:০৪

বিশ্বকাপ ক্রিকেটে এবার তেমন কোনো চমক ছিল না। আসলে আইসিসি বিশ্বকাপকে তেমন জমাতে পারেনি। হাড্ডাহাড্ডি লড়াই, টেনশন, প্রতিদ্বন্দ্বিতা তেমন চোখে পড়েনি। বিশ্বকাপ ক্রিকেটকে ফুটবলের মতো জনপ্রিয় ও আকর্ষণীয় করতে আইসিসিকে কিছু ফ্রি পরামর্শ দিতে চাই। বন্ধুরাও মন্তব্য করে আপনার যুক্তি তুলে ধরতে পারেন!

১. রাউন্ড রবীন লিগ হয়ে যাবার পর প্রথম ৮টি দল কোয়ার্টার ফাইনাল খেলবে। এই কোয়ার্টার ফাইনাল থেকেই নকআউট পর্ব শুরু হবে।

২. যদি এবারের বিশ্বকাপের রবীন লিগের রেজাল্ট বিবেচনা করি, তাহলে কোয়ার্টার ফাইনালে কে কার বিরুদ্ধে খেলবে? রবীন লিগের চ্যাম্পিয়ন খেলবে আট নম্বর দলের সাথে। অর্থ্যাৎ
ক). ১ নাম্বার ভারত খেলবে ৮ নাম্বার বাংলাদেশের বিরুদ্ধে
খ). ২ নাম্বার অস্ট্রেলিয়া খেলবে ৭ নাম্বার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে
গ). ৩ নাম্বার ইংল্যান্ড খেলবে ৬ নাম্বার শ্রীলংকার বিরুদ্ধে
ঘ). ৪ নাম্বার নিউজিল্যান্ড খেলবে ৫ নাম্বার পাকিস্তানের বিরুদ্ধে

৩. সেমি-ফাইনালে ক বিজয়ী দল খেলবে ঘ বিজয়ী দলের বিপক্ষে আর খ বিজয়ী দল খেলবে গ বিজয়ী দলের বিপক্ষে

৪. রাউন্ড রবীন লিগে শেষের দিকের কয়েকটি খেলা নামমাত্র আনুষ্ঠানিকতায় পরিনত হয়েছিল। এটা দূর করতে শুরু থেকে প্রতিদিন পাঁচটি ভেন্যুতে পাঁচটি খেলা রাখার পক্ষে আমি। পাঁচটি খেলাই একই সময়ে শুরু হবে। যাতে কোনো দল অন্য দলের খেলার দিকে চেয়ে থাকার সুযোগ না পায়। মানে রাউন্ড রবীন লিগে যতগুলো খেলা হবে, সব খেলাই একই দিনে হবে। আলাদা দিনে কারো খেলা থাকবে না। সেক্ষেত্রে অন্য দলের পয়েন্ট হিসাব রাখার সুযোগটি নিয়ে কোনো দল সমীকরণ পাকানোর সুযোগ পাবে না। খেলা একই সময়ে শুরু হলে এই সমস্যা দূর হবে।

৫. ক্রিকেট খেলা কোনোভাবেই বর্ষাকালে পাতানো যাবে না। ডার্ক-লুইস মেথড পুরোপুরি বাতিল করতে হবে।

৬. ফাইনাল খেলার ভেন্যুতে ফাইনাল খেলার আগে কোনো দলের খেলা রাখা যাবে না।

৭. সেমি-ফাইনালে অন্য সেমি-ফাইনালিস্ট দলের কাউকে আম্পায়ার বানানো যাবে না। সেমি-ফাইনালিস্ট চার জনের বাইরে থেকে কোনো দেশ থেকে আম্পায়ার রাখতে হবে।

যদি আইসিসি বিশ্বকাপ ক্রিকেটকে চরম প্রতিদ্বন্দ্বিতামূলক করতে চায় তাহলে আমার এই প্রস্তাবগুলো বিবেচনায় নিতে পারে। নতুবা দিনশেষে এটা মোড়লদের পাতানো খেলায় রূপ নেবে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৯ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: ভালো ট্রিপস দিয়েছেন।

২| ১১ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

মাহমুদুর রহমান বলেছেন: বেশ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.