নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

বাংলাদেশ আমার দেশ, বাংলা আমার ভাষা...

রেজা ঘটক

ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।

রেজা ঘটক › বিস্তারিত পোস্টঃ

কে হবে এবারের ইউরো চ্যাম্পিয়ন!!!

৩০ শে জুন, ২০২১ সকাল ৮:০২

২৪ দল থেকে এখন কোয়ার্টার ফাইনালে ৮ দল। যাদের মধ্যে সাবেক চ্যম্পিয়ন আছে তিনটি দল- ইতালি, স্পেন ও ডেনমার্ক। আর নতুনদের মধ্যে পাঁচটি দল- ইংল্যান্ড, ইউক্রেন, সুইজারল্যান্ড, চেক রিপাবলিক ও বেলজিয়াম। ইতোমধ্যে বিদায় নিয়েছে জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও নেদারল্যান্ডসের মতো সাবেক চ্যাম্পিয়নরা।

একপাশে স্পেন বনাম সুইজারল্যান্ড ও ইতালি বনাম বেলজিয়াম। এই চারটি থেকে দুটি দল সেমি-ফাইনালে উঠবে। আর তা জানা যাবে ২ জুলাই রাতে। অন্যপাশে ডেনমার্ক বনাম চেক রিপাবলিক ও ইংল্যান্ড বনাম ইউক্রেন। এই চারটি থেকে একটি দল ফাইনালে উঠবে। আর তা জানা যাবে ৩ জুলাই রাতে।

আমার প্রথম প্রেডিকশন হলো- এবার ফাইনাল খেলবে ইতালি বনাম ইংল্যান্ড।
যদিও বেলজিয়াম ফিফার টপ নাম্বার দল। ইতালি এবার যে স্কোয়াড নিয়ে খেলছে এটি গতবার বিশ্বকাপে কোয়ালিফাই না করার ফসল। এক ঝাঁক তরুণ খেলোয়াড়। এদের খেলায় ইতালির চিরাচরিত রক্ষণাত্মক ঢং নাই। এরা সবাই তেজোদীপ্ত ও আক্রমণাত্মক। কেবলমাত্র রোমেলু লুকাকু-কে মার্ক করে আটকে রাখতে পারলেই ইতালিকে বেলজিয়াম আর আটকাতে পারবে বলে আমার মনে হয় না।
যদি কোনো কারণে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ক্লিক করে তাহলে ফাইনালে যাবে বেলজিয়াম।

কারণ এই গ্রুপে স্পেন বা সুইজারল্যান্ডকে আমার অতোটা শক্ত প্রতিপক্ষ মনে হচ্ছে না। যদিও স্পেন এবং সুইজারল্যান্ড শেষ ১৬-তে চমক দেখিয়েছে। কিন্তু তাদের গ্রুপ পর্বের খেলা তেমন ভালো লাগেনি। স্পেন খুব আনপ্রেডিকটেবল দল এবার। আবার সুইজারল্যান্ড চমক দেখালেও শেষ চার বা শেষ দুই-এ জায়গা পাবার মত অভিজ্ঞ নয়। আমি ধরেই নিচ্ছি এই গ্রুপে সেমি-ফাইনাল খেলবে ইতালি বনাম স্পেন। আর অঘটন ঘটলে বেলজিয়াম বনাম স্পেন বা বেলজিয়াম বনাম সুইজারল্যান্ড। আর সেটি হবে ৬ জুলাই রাতে।

অন্যগ্রুপে ডেনমার্ক বনাম চেক রিপাবলিক থেকে ডেনমার্কের সেমিতে যাবার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে সেমি-ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড। যদি ইউক্রেন কোনো অঘটন ঘটিয়ে ইংল্যান্ডকে রুখে দিয়ে সেমি-ফাইনালে যায়, তাহলে ইউক্রেন চলে যাবে ফাইনালে। আমার প্রেডিকশন এই গ্রুপে সেমি-ফাইনাল খেলবে ডেনমার্ক বনাম ইংল্যান্ড। আর অঘটন ঘটলে ইউক্রেন বনাম ডেনমার্ক বা ইউক্রেন বনাম চেক রিপাবলিক। আর সেটি হবে ৭ জুলাই রাতে।

যদি এবার কোয়ার্টার ফাইনালে কোনো অঘটন না ঘটে তাহলে একদিকে ইতালি বনাম স্পেন এবং অন্যদিকে ডেনমার্ক বনাম ইংল্যান্ড এই চারটি দল হবে সেমি-ফাইনাল। আর সেই প্রেডিকশন থেকেই ইতালি বনাম ইংল্যান্ড ফাইনাল। আর ইউরো চ্যাম্পিয়ন হবে ইতালি। আর সেটি ঘটবে ১১ জুলাই রাতে। আমার প্রেডিকশন যদি ভুল হয় বা কোনো অঘটন ঘটে তাহলে বেলজিয়াম হতে পারে এবারের নতুন ইউরো চ্যাম্পিয়ন। লাগবা বাজি!

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০২১ সকাল ৮:২০

হাসান কালবৈশাখী বলেছেন:
আমি শুরু থেকেই ইংলিশ দলের সমর্থক। ইংল্যান্ডকে চ্যাম্পিয়ান দেখতে চাই।

২| ৩০ শে জুন, ২০২১ সকাল ৮:২৪

সাসুম বলেছেন: আমি বেলজিয়াম এর পক্ষে বাজি ধরব।

৩| ৩০ শে জুন, ২০২১ সকাল ১১:০৪

পদ্মপুকুর বলেছেন: মনে হচ্ছে ইংল্যন্ড ফুটবলকে ঘরে ফেরাবে।

৪| ৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৪৫

জুন বলেছেন: যদিও আমি যথাক্রমে জার্মানি, ইতালি আর ব্রাজিলের সাপোর্টার কিন্তু এবার খেলা দেখে মনে হলো ইংল্যান্ড জিততে পারে।

৫| ৩০ শে জুন, ২০২১ সকাল ১১:৫১

আমি সাজিদ বলেছেন: ইংল্যান্ড।

৬| ৩০ শে জুন, ২০২১ দুপুর ২:১৬

স্প্যানকড বলেছেন: ইংল্যান্ড এর চেয়ে ইতালির চান্স বেশী। তবে এবার অঘটন ঘটে যেতে পারে মনে হচ্ছে।

৭| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:৩২

অপু তানভীর বলেছেন: ইংল্যান্ড নয়তো স্পেন । বিশেষ করে শেষ দুই ম্যাচের খেলা দেখে মনে হচ্ছে তাদের চান্স রয়েছে বেশ ।

৮| ৩০ শে জুন, ২০২১ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ইংল্যান্ড অথবা স্পেন হতে পারে। বেলজিয়াম ভাল খেলছে।

৯| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৮:১৪

কবিতা ক্থ্য বলেছেন: ইংল্যন্ডের সম্ভাবনা খুব বেশী মনে হয়।

১০| ১০ ই জুলাই, ২০২১ রাত ৩:০২

রাজীব বলেছেন: এখন পর্যন্ত আপনার ধারনা সঠিক। দেখা যাক ফাইনালে কি হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.