নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটগল্প লিখি। গান শুনি। মুভি দেখি। ঘুরে বেড়াই। আর সময় পেলে সিলেকটিভ বই পড়ি।
একদিকে ধর্ম ব্যবসায়ীরা সারা বছর চলচ্চিত্রের বিরুদ্ধে প্রপাগাণ্ডা ছড়ায়। তার মধ্যে কোনো প্রভাবশালী মহলের উসকানিতে বিনা ওয়ারেন্টে পরীমনিকে গ্রেফতার করার ফলে, গোটা চলচ্চিত্র জগত সম্পর্কে সাধারণ মানুষের মনে বিরূপ ও নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। পরীমনি যদি কোনো সুনির্দিষ্ট অপরাধ করে থাকে সেজন্য পুলিশের মাধ্যমে তাকে গ্রেফতার করা যেত।
কারণ পরীমনির বাসা বনানী থানার খুবই কাছে। আর সে পালিয়ে বেড়াচ্ছে না। দেশে যেভাবে জঙ্গি ধরা হয় সেভাবে পরীমনিকে গ্রেফতার করার নাটকের কারণে মানুষের মধ্যে গোটা চলচ্চিত্র জগত নিয়ে যে নেগেটিভ বার্তা গেল, তা কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কোনো দিন ফিরিয়ে দিতে পারবে?
পরীমনিকে আটক করার জন্য গোটা চলচ্চিত্র জগতের ভাবমুর্তির যে ক্ষতি করা হয়েছে, তা বরং ধর্ম ব্যবসায়ীদের প্রপাগাণ্ডার চেয়েও ভয়ংকর। কারণ ধর্ম ব্যবসায়ীদের প্রপাগাণ্ডা মানুষ খুব একটা পাত্তা দেয় না। যদিও যাদের মধ্যে কুশিক্ষা ও কুসংস্কার রয়েছে, কেবল তারাই ধর্ম ব্যবসায়ীদের কথা বিশ্বাস করে। কিন্তু দেশের একটি প্রশিক্ষিত বাহিনী যেভাবে পরীমনিকে গ্রেফতার করেছে, তা দেশের চলচ্চিত্র জগতের একটি স্থায়ী ক্ষতি করেছে।
পরীমনি যদি কোনো অপরাধ করেন আদালতের মাধ্যমে তার সুরাহা হবে। কিন্তু চলচ্চিত্র জগতের যে স্থায়ী ক্ষতি করা হলো, তা কী কোনোদিন কেউ ফিরিয়ে দিতে পারবে?
২| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৫৪
হাসান কালবৈশাখী বলেছেন:
লাইসেন্স বাদেও বাসায় মদ রাখা ফৌজদারি অপরাধ নয়।
প্রচলিত এলকহল আইনে মদ খাওয়াও অপরাধ নয়। অপরাধ তখনই হবে যখন মদ খেয়ে পাবলিক প্লেসে বা রাস্তায় মাতলামি করে
পাবলিক নুইসেন্স ক্রিয়েট করা।
মদ আর আর মাদক এক জিনিষ নয়। মদ একটি পানিয় জাতীয় খাদ্য। আর মাদক সবদেশেই নিষিদ্ধ পন্য।
পরীমনির কাছে মদ কেনার লাইসেন্স ছিল। তবে রিনিউ করা হয় নি।
এই বিদেশী এলকহল লাইসেন্স মেয়াদ থাকাকালিন কেনা হয়েছিল কি না সেটা তদন্ত হতে পারে।
তুচ্ছ কারনে পরীমনিকে গ্রেফতারের নিন্দা জানাই।
৩| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:২৬
নতুন বলেছেন: বিষয়টা দুই পক্ষের ইগো নিয়ে হয়েছে মনে হচ্ছে।
পরীমনি বোট ক্লাবে ঝামেলার কারনে ঐ লোকটাকে ঝামেলায় ফেলেছে এখন তিনি তার প্রভাব ব্যবহার করে পরীমনিকে শোধ দিচ্ছেন।
কিন্তু রাস্ট যদি এই রকমের বিষয়ে যুক্ত হয় তবে বোঝা যায় রাস্ট যন্ত্রের প্রকৃত ক্ষমতা কতটুকু। দেশের মানুষের চেয়ে রাস্ট কতিপয় মানুষের কথা বেশি চিন্তা করেছে বর্তমানে।
৪| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১০:৪৩
মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: পরীমনির পাঁচটি সিনেমার নাম গুগলসার্চ না করে কয়জন বলতে পারবে?
৫| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ১১:২৪
স্প্যানকড বলেছেন: যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এই যে ঈদ গুলি আসে টিভিতে তখন এত এত নাটক হয় কয়টার মান ভালো? কয়টা ছবি ভালো হয়? মাঝেমধ্যে কয়েকজন ভালো কিছু করে বাকিরা এক তরফা একই জিনিস নিয়া কচলাকচলির মধ্যে আছে।পরীমনি এত সাধু নয়! ঘাপলা আছে। কয়টারে টাইট দেওন দরকার ছিল সরকার তাই টাইট দিতাছে। এরা আসে শুধু মাল বানাতে চলচ্চিত্রে কাজের পিছনে অন্য ধান্ধা করে বেড়ায়। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
৬| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ১:১১
রাজীব নুর বলেছেন: পরী মনির চেয়ে হাজার গুণ বেশি বদ লোক আছে। তাদের কেন গ্রেফতার করা হচ্ছে না?
৭| ০৬ ই আগস্ট, ২০২১ দুপুর ২:১৭
গফুর ভাই বলেছেন: নাইকা দের সাথে অবাধ যৌনাচার করার একটা মার্কেট হইছে তাই এত মডেল আর নায়িকার উথান হইতেসে।কিন্তু কথা কারা এর খদ্দের তাদের নাম প্রকাশ হোক।
৮| ০৬ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৬
আমি নই বলেছেন: পরিমনিই বাংলাদেশের চলচ্চিত্র না। আর বাড়ীতে ইয়াবা, এলএসডি থাকা অপরাধ নয়? নাকি নায়িকার বাড়ীতে ইয়াবা, এলএসডি থাকা অপরাধ নয়?
৯| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ৩:১৯
সোহানী বলেছেন: ঘটনা বুঝতে পিএইচডির দরকার হয় না। যাদেরকে ঘোল খাইয়েছে তারা এবার ঘোল নিয়ে নেমেছে...................
১০| ০৯ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৩৩
কবিতা ক্থ্য বলেছেন: সত্যি সেলুকাস।
কি বিচিত্র এই দেশ।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪২
শেরজা তপন বলেছেন: আপনার আগের পোস্টের সাথেই এই অংশটুকু সংযুক্ত করে দিতে পারতেন!
যে যা-ই করুক চলচ্চিত্রের পেছনের মানুষদের নিয়ে প্রত্যেকের( আম আদমি) মনেই বিরুপ ধারনা আছে- বাংলাদেশের চলচ্চিত্র
ধ্বংসের দ্বার অতিক্রম করে গেছে। আগের গৌরব ফিরিয়ে আনা অসম্ভব! নুহাশদের মত প্রতিভাবান দু'চারজন ব্যাতিক্রম কিছু
উপহার দিয়ে এই মাধ্যমের নামটা টিকিয়ে রাখতে পারে আরকি!