নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

শহীদদের সংখ্যা নিয়ে যারা প্রশ্ন তুলছে তাদের প্রতি......

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০১

আজ যারা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের প্রতি লক্ষ্য রেখে বলতে চাই; ত্রিশ লক্ষ্যের প্রয়োজন নেই। যারা আমার একজন মা-বোনের ইজ্জত হনন করেছে, যারা আমার একজন ভাইয়ের রক্ত স্রোতে ভাসিয়েছে।তারাই রাজাকার, তারাই বাঙালী জাতির শত্রু।
শোনে রাখো! তোমারা যারা আজ ত্রিশ লক্ষ্যকে তিন হাজার কিংবা ৩০ হাজার বলার চেষ্টা করছো, তোমরা এই দেশের মাটির সাথে বেঈমানী করছো । ত্রিশ লক্ষ্য বাদ দাও, যদি একজন ভাইয়ের রক্ত কিংবা একজন মায়ের ইজ্জত লুন্ঠন করে থাকে; এটাই আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ অপরাধ।আমার কাছে আমার একজন মায়ের ইজ্জত মানে আমার ১৬ কোটি মানুষের ইজ্জত। একজন ভাইয়ের রক্ত মানে পুরো বাঙালির রক্ত। X((
হে নির্বোধরা ! একবার ভেবে দেখেছো কি? যদি কেউ তোমার মায়ের সম্মান হনন করে থাকে , তোমার বোনের সম্ভ্রম নষ্ট করে থাকে তাকে কি ক্ষমা করতে?? (অথচ, তোমার মা কিংবা বোন একজনই)
.
সর্বোশেষ বলতে চাই, “ স্বাধীনতা উৎসর্গ হোক আজ তাদের নামে, স্বাধীনতার জন্ম যাদের রক্ত ঘামে।”

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:১৩

বিজন রয় বলেছেন: তারা পাকিস্তানী আত্মা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.