নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

একদিকে ব্রাজিল অথবা জার্মানি; অন্যদিকে আর্জেন্টিনা, উরুগুয়ে, ফ্রান্স, স্পেন, পর্তুগাল!

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:২৫

একদিকে ব্রাজিল অথবা জার্মানি; অন্যদিকে আর্জেন্টিনা, উরুগুয়ে, ফ্রান্স, স্পেন, পর্তুগাল!

গ্রুপ এ= রাশিয়া, উরুগুয়ে, মিশর, সৌদি আরব।
উরুগুয়ে (১), মিশর (২)
গ্রুপ বি= স্পেন, পর্তুগাল, মরক্কো, ইরান।
পর্তুগাল (১), স্পেন (২)
গ্রুপ সি= ফ্রান্স, পেরু, ডেনমার্ক, অস্ট্রেলিয়া।
ফ্রান্স (১), পেরু/অস্ট্রেলিয়া (২)
গ্রুপ ডি = আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া আইসল্যান্ড।
আর্জেন্টিনা(১), ক্রোয়েশিয়া/নাইজেরিয়া(২)
গ্রুপ ই = ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
ব্রাজিল(১), সুইজারল্যান্ড(২)
গ্রুপ এফ= জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিন কোরিয়া।
জার্মানি(১), মেক্সিকো (২)
গ্রুপ জি= ইংল্যান্ড, বেলজিয়াম, তিউনিসিয়া, পানামা।
ইংল্যান্ড (১), বেলজিয়াম (২)
গ্রুপ এইচ= কলম্বিয়া, পোল্যান্ড, জাপান, সেনেগাল।
কলম্বিয়া(১), জাপান(২)

দ্বিতীয় রাউন্ড
(১)= উরুগুয়ে vs স্পেন = স্পেন/ উরুগুয়ে
(২)= ফ্রান্স vs ক্রোয়েশিয়া/নাইজেরিয়া= ফ্রান্স
(৩) = পর্তুগাল vs মিশর= পর্তুগাল
(৪)= আর্জেন্টিনা vs পেরু/অস্ট্রেলিয়া = আর্জেন্টিনা
(৫)= ব্রাজিল vs মেক্সিকো = ব্রাজিল
(৬) = ইংল্যান্ড vs জাপান = ইংল্যান্ড
(৭) = জার্মানি vs সুইজারল্যান্ড = জার্মানি
(৮) = কলম্বিয়া vs বেলজিয়াম= কলম্বিয়া

কোয়ার্টার ফাইনাল
A= স্পেন/ উরুগুয়ে vs ফ্রান্স= স্পেন/ উরুগুয়ে/ফ্রান্স
B= পর্তুগাল vs আর্জেন্টিনা = আর্জেন্টিনা
C= ব্রাজিল vs ইংল্যান্ড= ব্রাজিল
D= জার্মানি vs কলম্বিয়া= জার্মানি

সেমি ফাইনাল
A vs B= স্পেন/ উরুগুয়ে/ফ্রান্স vs আর্জেন্টিনা =!
C vs D = ব্রাজিল vs জার্মানি =!

ফুটবল নাটকীয় খেলা, সামনে যাওয়ার আর সাহস পাচ্ছি না। দেখাযাক মাঠে কি হয়!

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৬

বিজন রয় বলেছেন: আপনি কোন দলের?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১

রেযা খান বলেছেন: আর্জেন্টিনার সমর্থক

২| ০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৩৯

চাঁদগাজী বলেছেন:



আপনি ফুটবল খেলেন; নাকি খবর নিয়েই খুশী?

০৮ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪৩

রেযা খান বলেছেন: কেন বলছেন দাদ? আগে খেলতাম, এখন নিজেকে নিয়ে ব্যস্ত হয়েগেছি

৩| ০৮ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:১২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"ফুটবল নাটকীয় খেলা, সামনে যাওয়ার আর সাহস পাচ্ছি না। দেখাযাক মাঠে কি হয়!"
- আপনি তো সেমি ফাইনাল পর্যন্ত এগিয়েছেন!
আমি তো গ্রুপ পর্বই পার হতে পারলাম না?:(
বিশ্লেষণটা পছন্দ হয়েছে!

আচ্ছা?
মিশর কি রাশিয়ার চাইতে ভাল দল??

০৮ ই জুন, ২০১৮ রাত ৮:৪৪

রেযা খান বলেছেন: রাশিয়া স্বাগতিক, দলটা দারুন।কেন জানি মনে হল তারা স্বাগতিকের চাপ নিতে পারবে না। তাছারা মিশরের সালাহ আছে, যেমন আর্জেন্টিনার আছে মেসি।

৪| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৩৫

রাজীব বলেছেন: জার্মানীর সামনে না পরলে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যেতে পারে।

০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৩

রেযা খান বলেছেন: হ্যাঁ দাদা। জার্মানির সাথে দেখা হওয়ার সম্ভাবনা নেই ফাইনাল ব্যতীত। তবে কোয়ার্টারে পর্তুগাল, সেমিতর স্পেন/ফ্রান্স/ উরুগুয়ের দেখা হওয়াটা কঠিন পথেরর ইঙ্গিত।

৫| ০৮ ই জুন, ২০১৮ রাত ৯:৪৮

রাজীব বলেছেন: গত প্রায় ৩০ বছর জার্মানী ছাড়া আর্জেন্টিনা হারে না, তবে জার্মান হলে জিতেও না!

৬| ০৯ ই জুন, ২০১৮ সকাল ১০:৪১

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.