নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

কোনটা মানবতা?

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪৭


এই রকম বৃদ্ধ রিক্সা চালক সবসময় আমরা দেখি। এমন কি উনাদের রিক্সার মাধ্যমেও যাথায়াত করি। মাঝে মাঝে নিজের লজ্জা হয়, পিতৃসম একজন লোকের রিক্সায় আমি চড়ছি, আর উনি আমাকে টানছে; কতইনা লজ্জার! এই মানবতাবোধ থেকে, মাঝে মাঝে উঠতেই ইচ্ছে হয় না। কিন্তু যখন উনাদের রিক্সায় না উঠে অন্যের রিক্সায় উঠি তখন দেখি এই বৃদ্ধ লোকগুলো মুখ গোমরাহ করে আমার দিকে তাকিয়ে থাকে। তখন আরো খারাপ লাগে।
এখন কি আমার উচিত উনাদের মতো পিতৃসম একজন বৃদ্ধ লোকের রিক্সায় উঠে উনাকে সাহায্য করা?
নাকি উনার রিক্সায় না উঠে অন্যের রিক্সায় উঠা?
নাকি উনাকে রিক্সায় বসিয়ে আমিই চালক হবো??

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

ভ্রমরের ডানা বলেছেন:



২টা করা বেশি ভাল হবে। মানবতা জেগে থাকুক!

০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮

রেযা খান বলেছেন: হা হা হা

২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: উনাদের রিকশায় উঠা। পরেরটি ভাবনার অবকাশ নেহি। অনেকে বৃদ্ধদের রিকশায় উঠেন না দেরী হবে বলে এটা ঠিক না। হ্যা তাদের বেশিভাড়া দেয়া যেতে পারে।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

রেযা খান বলেছেন: ভালো লেগেছে। ধন্যবাদ দাদা।

৩| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০৯

তারেক_মাহমুদ বলেছেন: সেলিম ভাইয়ের সাথে একমত উনাদের রিকশায় অবশ্যই উঠা উচিত ,তবে ভাড়াটা একটু বাড়িয়ে দেওয়া উচিত ।হোটেলে গিয়ে ওয়েটারকে টিপস দিতে আমরা দ্বিধা করি না ,কিন্তু রিকশা ভাড়া দিতেই যত কৃপনতা ।

০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:৩৯

রেযা খান বলেছেন: সহমত দাদা

৪| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:১০

সিগন্যাস বলেছেন: এখনতো সব রিকশা ডিজিটাল হয়ে গেছে।প্যাডেল করে আর চালাতে হয়না।তাই রিক্সাওয়ালার এখন কোন কষ্ট হয়না।তাই এটা নিয়ে এতো ব্যস্ত হওয়ার কিছু নেই।তাছাড়া মাঝে মাঝে এই রিকশাওয়ালারা সিনেমার ভিলিনের মতো আচরণ করে।একবার বৃষ্টির সময় দৌড়ে গিয়ে রিকশায় উঠেছি।রিকশাওয়ালা বলল সাড়েতিনশো দিতে হবে।অথচ অন্যসময় মাত্র পঞ্চাশ টাকায় চলে যায়।বাধ্য হয়ে বুইড়াটাকে সাড়ে তিনশো দিলাম।তখন গিয়ে আমাকে বাসায় পৌছে দিল /:)

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৭

রেযা খান বলেছেন: খুবই দুঃখের বিষয়।

৫| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৪০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: বৃদ্ধাদের রিক্সায় উঠা উচিত এবং সম্ভব হলে ক'টা টাকা বেশি দেওয়া। কিন্তু রিক্সাওয়ালারা বড়ই হারামজাদা বৃষ্টি হলে এরা বসে থাকবে অথবা খালি রিক্সাই নিয়ে চলে যাবে তবুও এরা রিক্সায় নেবেনা নিলেও ৩/৪গুন বেশি ভাড়া নেবে।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:১৮

রেযা খান বলেছেন: তাও ঠিক

৬| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ২:৫২

ঠাকুরমাহমুদ বলেছেন: ভাড়া ঠিক করুন এবং গন্তব্যস্থানে পৌছে ৫-১০ টাকা বেশী দিয়ে তার হাসি মুখ দেখুন - আশা করি এই সুত্র প্রয়োগ করলে নিজেকে সুখি ভাবতে পারবেন । ধন্যবাদ ।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:২০

রেযা খান বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৭| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৩

রাজীব নুর বলেছেন: তাদের রিকশায় উঠবেন কিন্তু ভাড়া একটু বাড়িয়ে দিবেন।

০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:৫৩

রেযা খান বলেছেন: ধন্যবাদ দাদা।

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২০

আতোয়ার রহমান বাংলা বলেছেন: আমি তাদের রিকশায় উঠি তবে ভাড়া একটু বেশি দেই, কেউ কেউ আবার বেশিটা নিতে রাজি হন না।
উঠবেন কিন্তু ভাড়া একটু বাড়িয়ে দিবেন।

৯| ১৫ ই জুলাই, ২০১৯ সকাল ৯:১৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ দাদা।

ভালো থাকুন। সুস্থ থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.