নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

স্বেচ্ছায় খুনি হওয়া !

১৮ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৭

একসিডেন্টে পা হারিয়ে খুঁড়িয়ে চলা ছেলেটি আত্মহত্যা করে না।
জন্ম থেকে হাত-পা না থাকা মেয়েটি তার ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা জেনেও আত্মহত্যা করে না।
অনার্স-মাস্টার্সে ভালো রেজাল্ট করার পরও চাকুরী না পাওয়া ছেলেটি আত্মহত্যা করে না।
দারিদ্রতার প্রভাবে বিয়ে না হওয়া বুড়িটিও আত্মহত্যা করেনি।
প্রাকৃতিক দূর্যোগে স্বজন হারিয়ে নিঃস্ব হওয়া মানুষটিও আত্মহত্যা করেনি।
দু’মুঠো খাবার না পেয়ে ডাস্টবিন থেকে কুড়িয়ে পঁচা খাবার খাওয়া আদম সন্তানটিও আত্মহত্যা করে না।
এদের চেয়ে নিজেকে ব্যর্থ ও দুঃখি মানুষ কেউ কী ভাবে? !
অথচ, আত্মহত্যা করছে প্রেমে বিফল প্রেমিক যুগল।
আত্মহত্যা করছে ব্যবসায় অসফল মানিক-দুলাল।
আত্মহত্যায় কী সব সমধান?
আত্মহত্যা হচ্ছে নিজেকে নিজে হত্যা করা। স্বেচ্ছায় খুনি হওয়া !

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩১

রাজীব নুর বলেছেন: বাংলাদেশের সবাই কবি।
উকিল, ম্যাজিস্ট্রেট, ডাক্তার, ছাত্র- শিক্ষক, সচিব, সাংবাদিক, ব্যবসায়ী, চাকরিজীবি- এরকম অনেকেই কবি।
শুধু রাজনীতিবিদরাই কবিতার ধার ধারেন না। কে কেমন লিখছে সেটা বড় কথা নয়, যারা কবিতা লিখেন- তাদের সবাইকে আমার আত্মীয় মনে হয়।

২৩ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩২

রেযা খান বলেছেন: ধন্যবাদ দাদা। তবে কমেন্টটা আমি ভালোভাবে বুঝিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.