নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

অপ্রিয় সত্য

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪

ছোট বোনটির জন্মদিনে
দেয়নি একটিও চকলেট,
শিশিরের বোনের জন্মদিনে
দিয়েছি ইয়া বড় কেক।

শয্যাশয়ী অসুস্থ মা আমার
বলেছেন নিতে ঔষধ,
দেখিয়েছি পকেট আমার ফাঁকা;
শিশিরের মায়ের সর্দি-কাশি
দেখতে গেলুম নিয়ে আপেল কমলা।

বাড়িতে বুড়ো বাবাটি
খুড়িয়ে চলে লাঠির উপর,
এক টাকা মাত্র খরচ করেও
জানতে চাইনি কোন খবর।
শত টাকার ডাটা খরচে
চেটিং এ কাটে আমার
নির্ঘুম রাত।


ভাইটি আমার!
টিউশন ফিতে চলে কোন রকম,
মাস শেষে তার টানাপোড়েন;
দেয়নি কখনো তার পকেট খরচ।
শিশিরের ভাইটি পড়ে স্কুলে
কত দিয়েছি তার টিফিন খরচ !

আমি চলতেম লোকাল বাসে
শিশিরকে দিতেম সিএনজি ভাড়া,
তার প্রয়োজনে ছিলেম দিন রাত
আমার ক্ষেত্রে ছিলো তার তাড়া।

বন্ধুদের সাথে করতেম নাস্তা
রাস্তার ধারে টং এ,
শিশিরের সাথে, এয়ারকন্ডিশনে
ঘেরা কোন রেষ্টুরেন্টে।

আজ শিশির নেই!
এ্যাকসিডেন্টে পা হারিয়েছি
দু মাস হলো।
রৌদ্রের খড় তাপের ন্যায়,
কষ্টের তাপে সেও হারিয়ে গেলো।

বোনটির ব্যাংকে জমানো পয়শা,
আঁচলের ভাঁজে লোকানো মায়ের টাকায়
চিকিৎসা চলছে আমার।
শুনলোম,
ঋণ নিয়েছে বাবা সুদে
ভাই নিয়েছে টিউশন ফি অগ্রীম।
বন্ধুরাতো আছেই পাশে-
কেউ দিয়েছে রক্ত
কেউ বা এনেছে ঔষধ পত্য।



মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: প্রথম ভালো লাগা রেখে গেলাম আপনার লেখায়।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

রেযা খান বলেছেন: কৃতজ্ঞতা আর ভালোবাসায় আবদ্ধ রইলাম দাদা।

২| ১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৩

করুণাধারা বলেছেন: একটা বার্তা দিয়েছেন কবিতায়, ভালো লাগলো সেটা। তাছাড়া কবিতাও খুব ভালো হয়েছে।

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০২

রেযা খান বলেছেন: ভালোবাসা রইলো

৩| ১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

নির্ঘুম হবে শব্দটা

১২ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৯

রেযা খান বলেছেন: ধন্যবাদ,

৪| ১২ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: আশ্চর্য মানুষ ! আর আশ্চর্য তাদের জীবন !

১৩ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:২৪

রেযা খান বলেছেন: হামমম। দাদা। আশ্চর্যই সব ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.