নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

দেখুন তো ঠিক আছে কি না !

১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:০২

খান/খাঁ।
দন্ত্য ন (ন) নাসিক্য বর্ণ বিলুপ্ত হলে তথা খান কে দন্ত্য ন বাদ দিয়ে (খাঁ) লিখলে চন্দ্র বিন্দু দিতে হয়।
অন্যথায় , খান এ -ঁ (চন্দ্র বিন্দু) হয় না।
একই ভাবে ‘মিঞা’ তে (ঞ) নাসিক্য বর্ণ বিলুপ্ত করে লিখলে ‘মিঁয়া’ লিখতে হয়।
যেমন চন্দ্র কে চাঁদ, দন্ত কে দাঁত, পঞ্চ কে পাঁচ, গ্রাম কে গাঁ, অন্ধকার কে আঁধার,ইন্দুর থেকে ইঁদুর ইত্যাদি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:১৬

রাজীব নুর বলেছেন: মাথা ঘুরায় ক্যারে!!

১৫ ই মে, ২০১৯ বিকাল ৩:২১

রেযা খান বলেছেন: দাদা আমারও একই অবস্থা !! উচ্চারণের ক্লাস করতে গিয়ে দেখলাম আমার ভাষাটাই আমার কাছে অপরিচত।

২| ১৫ ই মে, ২০১৯ রাত ৯:৫৬

মাহমুদুর রহমান বলেছেন: বিলুপ তো হচ্ছে না দেখছি বরং আর শক্ত হচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.