নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

ফিরুক ফের.....

০৯ ই মে, ২০২০ সকাল ১১:৪২

সবাই ফিরুক আপন নীড়ে
আপন লোকালয়ে,
পৃথিবী আবার ভরে উঠুক
চেনা কোলাহলে।

রিক্সা আবার ছুটুক চলে
জীবনের তাকিদে,
ঠেলা আবার ঠেলুক শ্রমিক
ঘামে ভেজা গন্ধে।

পত্রিকা ফের দুয়ারে পৌঁছুক
ক্রিং ক্রিং বেলে,
মায়েরা দেখুক তাঁদের সন্তান
স্কুলে ছুটে চলে।

ফুটপাতগুলো মেতে উঠুক
মধ্যবিত্তের ঢলে,
যানবাহনগুলো আটকা পড়ুক
ট্রাফিক সিগন্যালে।

অফিসগুলো মেতে উঠুক
বিরতির ফাঁকে আড্ডায়,
টং দোকানের চা’য়ে চুমুক
দিতে আবারও মন চাই।

কারখানাগুলো খুলুক ফের
ঘোরুর অর্থের চাকা,
বিমানগুলো উড়তে থাকুক
দেখুক সীমারেখা।

ঝক ঝকাঝক রেলের আওয়াজ
কানে মাতুক ঢের,
স্টিমারের ভোঁ কানে আসুক
দূর সমুদ্রের।

মসজিদগুলো মুখরিত হোক
মুসল্লিদের ঢলে,
মন্দিরগুলো ধ্বনিত হোক
পূণ্যার্থীদের চলে।

ওহে দায়লু, করুণাময়!
তুমি শেষ ভরসা,
মুছেদিন এই ধরণীর
ঘোর অমানিশা।
.
তারিখঃ ০৮/০৫/২০২০

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২০ সকাল ১১:৫৬

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব বুনন ।

০৯ ই মে, ২০২০ দুপুর ১২:০২

রেযা খান বলেছেন: সতত ভালোবাসা

২| ০৯ ই মে, ২০২০ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর কবিতা।

০৯ ই মে, ২০২০ দুপুর ২:১৩

রেযা খান বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.