নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

কিয়ামত

০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:২৯

বিকট আওয়াজ ধ্বনিত হবে
ঘর থেকে সবাই মাঠে ছুটবে,
সকল প্রাণী মারা যাবে, মারা যাবে।
পৃথিবীটা হবে কম্পমান
বের করবে যতো গুপ্তধন
বলবে মানুষ পৃথিবীর কি হলো! হায় কি হলো!
থাকবেনা কিছুই আর জীবিত
রবে শুধু তোমার প্রভুত্ব
তুমি খালিক, তুমি মালিক,
তুমি হাইয়্যূন, তুমি কাইয়্যূম।

[ছবি গুগল থেকে নেয়া]
.....
আকাশটাও ফেটে যাবে
নক্ষত্রগুলো খসে পড়বে
পাহাড় গুলো তুলোর মতো উড়বে, উড়বে।
মানুষ হবে দন্ডয়মান
সেদিন হবে পুনরুত্থান
পশ্চিমাকাশে হবে সূর্যোদয়, সূর্যোদয়।
ধ্বংস হবে সৃষ্টি জগত
রবে তোমার এলাহীয়ত
তুমি আওয়াল, তুমি আখের,
তুমি আদিল, তুমি হাকিম।
...
বার সূর্যের তাপ মাথার উপর
দিনটি হবে পঞ্চাশস্র বছর
প্রভু দিবেন আমলনামা হাতে-হাতে, হাতে-হাতে।
মীযানে হবে আমল ওজন করা
ছুটবে মানুষ, খুঁজবে সাহারা
হিসাব হবে সেদিন আমলনামার, আমলনামার।
আমল করো দুনিয়াতে
রবেনা কেউ সেদিন তোমার সাথে
ইয়া নাফসি, ইয়া নাফসি,
জপ উঠবে মুখে, মুখে।
...
উম্মতরা খুঁজবে আপন নবী
বলবেন আমি নই, মোস্তফার সবই
আজ সবই শুধু তাঁর হাতে, তাঁর হাতে।
শাফায়াতে কুবরা হাবিবে খোদা
কাউসারের পাশে থাকবেন সদা
সিজদায় পড়ে বলবেন উম্মতী, ইয়া উম্মতী।
ভালোবাস তাঁকে দুনিয়াতে,
নিজের চেয়েও অধিক বটে,
তিনি শাহিদ, তিনি কাসিম,
তিনি হাশির, তিনি আক্বিব ।
..
চুলের চেয়েও সরু পুলসিরাত
তলোয়ারের চেয়ে ধার অগ্রভাগ
মানুষ হবে পার পায়ে হেঁটে, পায়ে হেঁটে।
কেউ হবে পার বিজলী বেগে
কেউবা আবার কেঁটে পড়বে
আমলের আলোয় হবে পথচলা, পথচলা।
পাপীরা পাবে জাহান্নাম
পূণ্যার্থীদের জন্য জান্নাত
সেথায় থাকবে তাঁরা আবাদান আবাদ,
আবাদান আবাদ।
..
লেখার তারিখঃ ০৬ জুন, ২০২০।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৮

চাঁদগাজী বলেছেন:


হেলমেট পরে থাকেন, কখন হঠাৎ কেয়ামত এসে যায় কে জানে!

০৮ ই জুন, ২০২০ সকাল ১০:০১

রেযা খান বলেছেন: হেলমেট পড়েও যদি বাঁচা যেতো !!!

২| ০৭ ই জুন, ২০২০ বিকাল ৫:৩১

রাজীব নুর বলেছেন: এত এত ভয় দেখিয়ে লাভ নেই।
মানুষের ভয় ডর কমে গেছে।

৩| ০৭ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

নেওয়াজ আলি বলেছেন: ইয়া নফসী ইয়া নফসী এখনি করছে সবাই

০৮ ই জুন, ২০২০ সকাল ১০:০১

রেযা খান বলেছেন: সত্যিই তো ।

৪| ০৭ ই জুন, ২০২০ রাত ৮:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: সুরার কাব্যানুবাদে ধন্যবাদ।

অবিশ্বাসীরাতো আজ নয়, সেই শুরু থেকেই ততক্ষন অবিশ্বাসী ছিল,
যতক্ষননা সত্য তাদের উপর আপতিত হতো।

বিশ্বাসীরা এগিয়ে যাক বিশ্বাসের সোনালী পথ বেয়ে মুক্তির মহাজগতে।
+++

০৮ ই জুন, ২০২০ সকাল ১০:০৪

রেযা খান বলেছেন: পূর্ণাঙ্গ কোন সূরা নয়, কিয়ামত সম্পর্কিত আয়াতের ভাবার্থ বলা যায়। আর হ্যাঁ আপনার সাথে মিল রেখেই বলতে হচ্ছে ‘বিশ্বাসীরাই সফলকাম’ (আল-কুরআন)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.