নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

যান্ত্রিক এই শহরে

১৭ ই মার্চ, ২০২১ রাত ৯:৪৬


যান্ত্রিক এই শহরে,
কংক্রিটের ভিড়ে;
মাটির মনের মানুষ
তুমি পাবে কোথায়?
.
মধ্যরাতে রাস্তায়
একলা মেয়ে,
সাহায্যের হাত
বাড়াতে চেয়ে;
পড়লে নতুন ফাঁদে।
অচেনা এই শহরে,
বিশ্বাস করবে কাকে?
.
হরেক জনে
করে ভিক্ষা,
কতেক অজুহাতে।
সিংহভাগ তারা সিন্ডিকেট
পেতে হয় গডফাদারদের টিকেট।
ভিক্ষা দিচ্ছো কাকে?
গডফাদারদের? নিঃস্ব, তাঁদের?
.
দুর্ঘটনায় পড়েছো চলতে পথে,
মুমূর্ষু তুমি।
নিয়ে গেলো একদল,
যা আছে তোমার, সবই।
মরণের সন্ধিক্ষণে,
সাহায্য নেই এখানে।
ভরসা কার তরে?
যান্ত্রিক এই শহরে।
.
২৬.০২.২০২১ ঈসায়ী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০২১ রাত ১১:৫৩

রাজীব নুর বলেছেন: মধ্যরাত্রে একটা মেয়ে কেন একা বাইরে যাবে। সে জানে না দেশের অবস্থা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.