নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

মিছে মায়া

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৪


যতবারই ভাবি, শেষ করবো সব মায়ার বাঁধন,
প্রতিবারই ভিন্ন মতলবে হয় তোমার আগমন।
অবাক নয়নে, হতবাক হয়ে, তাকায় তোমার দিকে,
কত সুন্দর অভিনয়ে তুমি উপস্থাপন কর নিজেকে।
.
ভুলে গিয়ে অতিত, সরল মনে বুকে লই আবার,
সরলতার প্রতিদানে বিক্ষত হৃদয়, আজ শুধু হাহাকার।
সব দেখেও চুপ মেরে চলি তোমারই সম্মানে,
তোমার মতো নির্লজ্জ, বেহায়া দ্বিতীয় আছে কিনা কে জানে!
.
তুমি দেবী, তুমি লোভী, তোমার চাওয়ার হয়না শেষ,
জীবনটা শুধু নিজ হাতে দেয়ার আছে অবশেষ।
.
১৯.০৪.২০২১ খ্রি.

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১২

রেযা খান বলেছেন: ধন্যবাদ দাদা।

২| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৯

আমি রানা বলেছেন: অসাধারন...

২০ শে এপ্রিল, ২০২১ ভোর ৪:১৪

রেযা খান বলেছেন: ধন্যবাদ দাদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.