নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের মন থেকেই লিখি। কাউকে হেয় করার জন্যও না কাউকে উদ্দেশ্য করেও না। মানুষ মাত্রই ভুল, ভুল হলে শোধরিয়ে দিবেন; আশা করি।

রেযা খান

রেযা খান › বিস্তারিত পোস্টঃ

না- হ্যা

১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৩১


যদি জানতে চাও আজও
তোমায় বাসি কি ভালো?
‘না' বলবো না,
‘হ্যাঁ’তে আটকাবো না।
.
ক্ষমা চেয়েছিলে যেদিন
ভুলেগেছি সব সেদিন।
জীবনের তাগিদে চলছো পথ,
আমিও যে তাই।
জড়াবো না আর মায়াজালে
রুখবো না তোমার ভবিষ্যৎ।
যদি জানতে চাও আজও
তোমায় বাসি কি ভালো?

যদি তুমি থেমে যাও,
থামবে অনেকেই।
যাঁরা তোমাতে নির্ভর-সবেই।
জড়াবো না আর মায়াজালে
রুখবো না তোমার ভবিষ্যৎ।
‘না' বলবো না,
‘হ্যাঁ’তে আটকাবো না।

থেকো বন্ধু হয়ে,
ঝাড়বো অনেক রাগ।
আপন হয়ে বাড়িয়ে দিও
নির্ভরতার হাত।
‘না' বলবো না,
‘হ্যাঁ’তে আটকাবো না।
যদি জানতে চাও আজও
তোমায় বাসি কি ভালো?
.
১১.০৯.২০২১ ঈসায়ী।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৫৫

*আলবার্ট আইনস্টাইন* বলেছেন: থেকো বন্ধু হয়ে
ঝাড়বো অনেক রাগ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.