| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাদটা কি পশ্চিমে হেলে পড়লো ?
একটু দেখ তো সময়ের সূর্য উদয় হলো কি না ?
রাতটা কি এভাবেই শেষ হবে, ঘুমানো কি আর হবে না ?
তাসের একটা কার্ড ছিলো, কি যেন নাম ? জোকার না ? একাকি থাকে সবসময় । রাত জাগা মানুষ গুলো কি একা না ?
সব বাদ দিবো ?
রাতরা কি আসর বেধেছে ?
নিশ্চুপতা কি ঝেকে বসেছে ?
ঝিঝি পোকার ডাক শোনা যায় ?
পাশের বাসার ফিসফাস কি এখনো গুন্জন করে ?
রাত জুড়ে প্রেমিকের কথা বলা কি শেষ হয়েছে ?
টকটাইম কি আর পুড়াবে না ?
হোয়াটএবার
আমার টাইপিং থেমে থাকবে না, আমার রিফ্লেক্স, আমার লেখা । মনের সাথে দেখা হয় লেখায় । আমার ফ্যাশান । আমার আমি ।
২|
২২ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
রিসান রহমান বলেছেন: উখে :v
ধন্যবাদ ![]()
৩|
০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২২
শুঁটকি মাছ বলেছেন: চালায়ে যাও
©somewhere in net ltd.
১|
২১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৬
দিকভ্রান্ত*পথিক বলেছেন: সুন্দর হইছে নিক ! প্রোপিক লাগিয়ে ফেলেন। আর এইটা আমি, হাই হ্যালো দিতে আসলাম
জেনারেল হোন দ্রুত এই কামনা !!