নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

দুই মেগা সিটির আবাসিক গ্রাহকদের জন্য দুই লাখ ৬০ হাজার প্রিপেইড গ্যাস মিটার বসানোর সিদ্ধান্ত সরকারের

২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫২






প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে ঢাকা ও চট্টগ্রামে দুই লাখ ৬০ হাজার প্রিপেইড গ্যাস মিটার বসানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার দুই মেগা সিটির আবাসিক গ্রাহকদের জন্য প্রিপেইড গ্যাস মিটার বসাতে দুটি প্রকল্প গ্রহণ করেছে। ঢাকা ও চট্টগ্রাম দুই মহানগরের আবাসিক গ্রাহকেরা তাঁদের বিদ্যমান দুই বার্নারের প্রিপেইড গ্যাস মিটার ব্যবহার করে আরও আর্থিক সুবিধা পাবেন। দুটি প্রকল্প বাস্তবায়ন করতে মোট খরচ হবে ৯৭০ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা) দেবে ৬০৭ কোটি ১৮ লাখ টাকা। বাকিটা আসবে বাংলাদেশ সরকারের তরফ থেকে। বিদ্যুৎ জ্বালানি এ খনিজসম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ এই প্রকল্প গ্রহণ করেছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় ঢাকায় ২ লাখ প্রিপেইড মিটার বসাবে। এতে খরচ হবে ৭২২ কোটি টাকা। আর কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতায় চট্টগ্রামে ৬০ হাজার প্রিপেইড মিটার বসাবে। খরচ হবে ২৪৮ কোটি ৪০ লাখ টাকা। প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে বাংলাদেশ সরকারের পদক্ষেপ নিয়েছে নিশ্চয় প্রশংসার দাবিদার।


মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০১৪ সকাল ১১:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: ঢাকার বিভিন্ন এলাকার পুরানো আবাসিক সংযোগগুলতেই তো গ্যাস অপর্যাপ্ত আছে এখনো ! কলকারখানার কথা তো বাদই দিলাম ! আবার গ্যাসের মূল্য বাড়ছে ! এর মধ্যে আবার এই সিস্টেম ! এটা নিঃসন্দেহে ভালো ও অত্যাধুনিক কার্যকর একটি পদ্ধতি হবে । কিন্তু আংশিক প্রিপেইড করে বাকিগুলো নতুন বর্ধিত মূল্যে রাখলে সব লেজে গোবরে হয়ে যাবে না ?

২| ২৮ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:১৫

ঢাকাবাসী বলেছেন: ঐ ৯৮০ কোটি টাকার মধ্যে ২০০ কোটির মত খরচ করে বাকিটা মেরে দিবে আমাদের আমলা প্রকৌশলীরা। আর আগামী ২০ বছরেও মিটার দেখবেননা!

৩| ২৯ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৪

অমিতাভনাগ বলেছেন: সুদুর প্রসারী চিন্তা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.