নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

প্রতিকূলতা সত্ত্বেও বর্তমান সরকারের দক্ষ নেতৃত্ববলে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে

০৩ রা ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৫

অনেক প্রতিবন্ধকতা এবং প্রতিকূলতা অতিক্রম করে বাংলাদেশের নারীরা অনেক দূর এগিয়েছে। যা সার্বিকভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে অনেক দূর। সিডরের সময়ে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পর দুর্যোগকবলিত এলাকার নারীরা এতটাই সচেতন এবং দায়িত্বশীল হয়েছেন যে, মহাসেনের সময়ে নামমাত্র ক্ষয়ক্ষতি হয়েছে। তা সত্ত্বেও যে কোন দুর্যোগ মোকাবেলা করার জায়গা থেকে একজন নারী কিভাবে প্রতিকূলতা অতিক্রম করে তা অনেক সময়েই বিবেচনায় নেয়া হয় না। তবু বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে। তুলনামূলক বিচারে অনেক ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি এগিয়েছে বাংলাদেশের নারীরা। সাম্প্রতিক বছরগুলোয় দক্ষিণ এশিয়া ঘন ঘন দুর্যোগের সম্মুখীন হচ্ছে। এ কারণে উন্নয়ন নীতি নির্ধারণে দুর্যোগ সংক্রান্ত ঝুঁকি হ্রাস এবং সহনশীলতা বৃদ্ধিজনিত এজেন্ডাগুলো ক্রমশ অগ্রাধিকার পাচ্ছে। অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে দুর্যোগে প্রস্তুতি গ্রহণ এবং তাৎক্ষণিক সাড়া প্রদানের ক্ষেত্রে নারীরাই নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশে ২০ জন নারীকে ঝুঁকি এবং বিপদাপন্নতার মানচিত্রায়ণের ওপর প্রশিক্ষণ দেয়া হয়েছে। দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মাথাপিছু আয় থাকা সত্ত্বেও নারীদের ঋণ বা অর্থনৈতিক অভিগম্যতার অভাব রয়েছে। নারীর সামাজিক নিরাপত্তা কিংবা আয়মুখী উৎপাদন বৃদ্ধিতে উদ্যোগের স্বল্পতা রয়েছে। আইনী ও নীতিমালা কাঠামো প্রণয়নে লিঙ্গবৈষম্য নিরসনের বিষয়টি কম গুরুত্ব পেয়েছে। আঞ্চলিক মানদন্ডের বিচারে দেশের যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো তুলনামূলকভাবে ভাল।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.