নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

সরকার কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপসমূহের কারণে বাংলাদেশের পোশাক শিল্প প্রভাব বিস্তার করছে উচ্চ মাত্রায়। তাই পোশাক শিল্পে উন্নয়নে সুইডেন সরকারের সার্বিক সহায়তার আশ্বাস

০৮ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

সুইডেন সরকার বাংলাদেশের পোশাক-শিল্প খাতে বিশ্বমান অর্জনে তার সরকারের অব্যাহত সহায়তার আশ্বাস প্রদান করেছেন। বিশেষ করে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের উন্নয়নে ও বিশ্বমান অর্জনে সরকারের নেতৃত্বে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান (বিজিএমইএ) সহ ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আমেরিকার দেশসমূহের আমদানীকারকবৃন্দের যুগপৎ কর্মসূচীসমূহ সম্বন্ধে সুইডেন সরকার বাংলাদেশ সরকারকে বিস্তারিত জানিয়ে প্রশংসা করেছেন। ট্রেড ইউনিয়ন এর সাথে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা ও অভিজ্ঞতার প্রেক্ষাপটে সুইডেন বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের নায্য অধিকার আদায়ে বলিষ্ঠ অবস্থানের উল্লেখপূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপ সমূহের ভূয়সী প্রশংসা করেন এবং এ মর্মে কাংক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায়ে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। উত্তর ইউরোপীয় দেশসমূহে বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি ও বাংলাদেশে এসব দেশের বিনিয়োগ বৃদ্ধিকল্পে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে সরকার খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমনঃ এইচ এ্যান্ড এম, লিনডেক্স প্রভৃতির কর্ণধারদের সাথে নিয়মিতভাবে আলোচনায় মিলিত হন। উল্লেখ্য যে, ইতিমধ্যে বিশ্বখ্যাত সুইডিশ পোশাক কোম্পানী এইচ এ্যান্ড এম আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে আমদানী দ্বিগুণ করার অভিপ্রায় ব্যক্ত করেছে যা পোশাকখাতের চলমান গতিকে আরও ত্বরান্বিত করবে। নর্ডিক অঞ্চলের দেশসমূহে বাংলাদেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে ক্রমবর্ধমান উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখার নিমিত্তে সরকারের আন্তরিক প্রয়াসের পরিপ্রেক্ষিতে উত্তর ইউরোপের দেশসমূহে বাংলাদেশের রপ্তানী আয় বিগত পাঁচ বছরে দ্বিগুনের বেশী বৃদ্ধি পেয়েছে এবং এই লক্ষ্যমাত্রা আরও ছাড়িয়ে যাবে যা পোশাক শিল্পের উন্নায়নের ধারাকে বহু অংশে বৃদ্ধি করবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.