| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিয়াদহ্যাপি০০৭
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
মুক্তিযুদ্ধে বাঙালীর বিজয় অর্জনের ৪৩তম বার্ষিকী পালন করেছে জাতি। যাঁদের রক্তের বিনিময়ে পাকিস্তানী শাসনের অবসান ঘটে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে, পুরো জাতি শ্রদ্ধা ও ভালবাসায় তাঁদের স্মরণ করেছে। মহান বিজয় দিবস উদযাপনে রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড স্কয়ারে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্রবাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মনোমুগ্ধকর কুচকাওয়াজ, কুচকাওয়াজের যান্ত্রিক বহর ও বিমানবাহিনীর মনোজ্ঞ ফ্লাইপাস্ট ও এরোবেটিক ডিসপ্লে মুগ্ধ করেছে সবাইকে। গোটা দেশবাসী আজ আনন্দিত ও গর্বিত। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ গড়বার প্রত্যয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। অবনত মস্তকে সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শপথবাক্য পাঠ করে মুক্তিযুদ্ধের স্বপ্ন সোনার বাংলাদেশ গড়ার। ৭১-এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধীর বিচার হচ্ছে ও একজনের ফাঁসি কার্যকর হয়েছে। আগামী বিজয় দিবস জাতি পালন করতে চায় রাজাকারমুক্ত বাংলাদেশে। দেশের স্বাধীনতাযুদ্ধের কলঙ্ক মোচনের মধ্য দিয়ে।
©somewhere in net ltd.