নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

নানামুখী সঙ্কটে থাকা আবাসন খাতকে চাঙ্গা করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড গঠন করার উদ্যোগ সরকারের

২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

ফ্ল্যাট ও জমি বিক্রিতে মন্দাভাব এবং নানামুখী সঙ্কটে থাকা আবাসন খাতকে চাঙ্গা করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড গঠন করতে যাচ্ছে সরকার। পাশাপাশি আগামী ৫০ বছরের পরিকল্পনা সামনে রেখে রাজউকের ডিটেইল এরিয়া প্লানকে (ড্যাপ) সংশোধন করা হচ্ছে। একই সঙ্গে বিপর্যস্ত আবাসন খাতকে গতিশীল করতে আয়কর আইনের ১৯-এর ‘খ’ ধারা পুনঃবহাল এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে টাকার উৎস সম্পর্কে প্রশ্ন করার সুযোগ বন্ধ করা হচ্ছে। এছাড়া আগামীতে সরকারীভাবে প্লটের প্রকল্প নেয়া হবে না। নেয়া হবে এ্যাপার্টমেন্টের প্রকল্প। গত কয়েক বছরে গ্যাস-বিদ্যুত সঙ্কট, রাজউকের বিধিমালা, ব্যাংক ঋণের উচ্চ সুদহারসহ নানামুখী সঙ্কটে ফ্ল্যাট ও জমি বিক্রি ৬০ শতাংশ কমে যায়। প্লট ও ফ্ল্যাট বিক্রি করতে না পারায় স্থবির হয়ে যায় আবাসন খাত। এতে এ খাতে বিনিয়োগ করা ৮০ হাজার কোটি টাকার ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে। পাশাপাশি আবাসন ব্যবসার সঙ্গে সম্পৃক্ত প্রায় চার শতাধিক শিল্প খাতে অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তী সময়ে ২০১৩ সালের হরতাল-অবরোধসহ রাজনৈতিক অস্থিরতায় ফ্ল্যাট-প্লট বিক্রিই বন্ধ থাকেনি, বন্ধ থাকে নির্মাণকাজও। হাজার হাজার ফ্ল্যাট অবিক্রীত অবস্থায় পড়ে থাকে। তবে চলতি বছরের শুরুতে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং গ্যাস ও বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ায় প্রাণ ফিরে পায় আবাসন খাত। আবাসন খাতের দুর্যোগ ঠেকাতে এবং এ ব্যবসার গতি ফিরিয়ে আনতে সরকারের কাজ করে যাচ্ছে সরকার। অবশেষে ফ্ল্যাট ও জমি বিক্রিতে মন্দাভাব এবং নানামুখী সঙ্কটে থাকা আবাসন খাতকে চাঙ্গা করতে কিছু প্রণোদনা ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাসন খাততে বাঁচিয়ে রাখতে ২০ হাজার কোটি টাকার একটি প্রণোদনা ফান্ড গঠন করা হবে। সরকারের এমন উদ্যোগ বাস্তবায়ন হলে ক্রেতাদের জন্য ফ্ল্যাট সহজলভ্য হবে।


মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০

খেলাঘর বলেছেন:


ওবায়দুল কাদের ও শেখ সেলিমের ছেলের হাতে নতুন কাজ নেই হয়তো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.