![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
নির্মম সত্য উচ্চারণ করলে এটাই বলতে হয়, সুন্দরবন বাংলাদেশের সম্পদ আর খালেদা জিয়া বাংলাদেশের বোঝা। সুন্দরবন টিকে থাকা মানেই বাংলাদেশ সুন্দরভাবে টিকে থাকা। সুন্দরবনকে আমরা যত সুন্দরভাবে টিকিয়ে রাখতে পারব ততই আমরা সুন্দর বাংলাদেশে বাস করতে পারব। অন্যদিকে বেগম জিয়া যতদিন বাংলাদেশের রাজনীতিতে আছেন ততদিন বাংলাদেশের মানুষেরও শান্তি নেই, রাজনীতিতেও সুস্থিরতা আসবে না। বাংলাদেশের সমস্যা বেগম জিয়া ও জামায়াতে ইসলামী। জামায়াতের শীর্ষ নেতারা এখন সবাই ফাঁসির রায়প্রাপ্ত আসামি। জেলা পর্যায়ের নেতারা অনেকে গা-ঢাকা দিয়েছে, অনেকে পাকিস্তান, ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপ- আমেরিকায় চলে গেছে। এমনকি ব্যারিস্টার রেজ্জাকও দেশ ছেড়েছে। বাদবাকি জামায়াতের জঙ্গীরা এখন বেগম জিয়ার নেতৃত্বে বা তাঁর আঁচলে আছে। অন্যদিকে সুপ্রীম কোর্টে যুদ্ধাপরাধীদের আপীল নিষ্পত্তির গতি থেকে এটা অনুমান করা যায়- আগামী ’১৬ সালের মার্চের ভেতর সব আপীল নিষ্পত্তি ও তার রায় কার্যকর হবে। এর ভেতর ট্রাইব্যুনালে ‘সংগঠন জামায়াতে ইসলামীর’ বিচারও আশা করা যায় শেষ হয়ে যাবে। তাই ’১৬ সালের মার্চের ভেতর সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হলে এবং সংগঠন জামায়াতে ইসলামীর বিচার শেষ হলে বাংলাদেশের রাজনীতি ভিন্ন চরিত্র নেবে। জামায়াতের চ্যাপ্টার শেষ না হলেও তার ধরন বদলে যাবে। জামায়াতে ইসলামীও এই সামান্য অংকটুকু ভালভাবে বুঝতে পেরেছে। এ অবস্থায় সকল জঙ্গী-জামায়াত বেগম জিয়ার আঁচলে। তাদের নেতা এখন বেগম জিয়া। এ কারণে এখন বাংলাদেশের সমস্যা একটিই, তা বেগম জিয়া। এমনকি তিনি এখন আর কোন রাজনৈতিক দলের নেতা নন, তিনি সম্পূর্ণরূপে স্বাধীনতাবিরোধী ও জামায়াত জঙ্গীদের নেতা।
©somewhere in net ltd.