![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
অবরোধ হরতালে ১৫ দিনে প্রাণ গেল ১৮ যাত্রী ও ১২ চালক-শ্রমিকের।এ সকল সাধরন মানুষ, হয়তোবা অবরোধ কারিদের ক্ষমতা দখলের বাধা ছিল।মা-ছেলে বার্ন ইউনিটে পাশাপাশি বিছানায় শুয়ে এভাবে যন্ত্রণায় কাদরাব স্নৃতি বিরল। মা একবার নিজের দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়। মা নিজের কথা যতটা না ভাবে, তার চেয়ে বেশি ভাবে ছেলের কথা। ও সুস্থ হবে তো? হলে কবে? কবে আবার ফিরবে বিশ্ববিদ্যালয়ে?মা যখনই চোখ বন্ধ করে,তখন শুধু মনে হয় দাউ দাউ করে বুকে আগুন জ্বলছে। সন্ধ্যায় মিরপুরে যাওয়ার পথে তাদের সিএনজিটা যানজটে আটকা পড়েছিল শেওড়াপাড়ায়। অবরোধকারিরা সিএনজিতে পেট্রোল ঢালতে শুরু করে এবং দাউ দাউ করে জ্বলে উঠল পুরো সিএনজি। ঝলসে গেল মা ওঁ ছেলের দেহ।এ কেমন বর্বরতা?বিএনপি,জামায়ত আজ ক্ষমতার নেশায় মরিয়া হয়ে মানুষ পোড়াছে,দেশের সম্পদ বিনষ্ট করছে।দেশের সাধারন মানুষ আজ অবরোধকারি দের কাছ থেকে মুক্তি চায়। তাই আসুন যারা এই হত্যাযজ্ঞ চালাছে তাদেরকে ঘৃনা করি এবং তাদের বিরুদ্ধে রুখে দড়াই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭
শেখ মফিজ বলেছেন: মা নিজের কথা যতটা না ভাবে, তার চেয়ে বেশি ভাবে ছেলের কথা। ও সুস্থ হবে তো? হলে কবে?
আরেক মা নিজের কথা যতটা না ভাবে, তার চেয়ে বেশি ভাবে ছেলের কথা। ও ক্ষমতা পাবে তো? পেলে কবে?
শুধু দৃষ্টিভঙ্গী অন্যরকম ।