![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
বাংলাদেশ রেলওয়ের বহরে যোগ হচ্ছে নতুন ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ। যাত্রী ভোগান্তি দূর ও রেলপথে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার পাশাপাশি বর্তমানের চেয়ে আরও উন্নত যাত্রীসেবা প্রদান করতে ভারতের অর্থায়নে এ কোচগুলো সংগ্রহ করা হবে। কোচগুলো কিনতে ব্যয় হবে এক হাজার ১৫ কোটি ২৯ লাখ টাকা। প্রকল্পের মাধ্যমে রেলপথে যোগ হলে রেল কর্তৃপক্ষ আরও উন্নত যাত্রীসেবা নিশ্চিত করতে সক্ষম হবে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ইতোপূর্বে এ প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। আধুনিক নিরাপদ ও মানসম্পন্ন যাত্রীবাহী ক্যারেজ (কোচ) পরিচালনা করে উন্নত যাত্রীসেবার এক নতুন দিগন্তের সূচনা করতে নতুন কোচগুলো কাজে লাগবে। পাশপাশি পুরাতন ও মেয়াদোত্তীর্ণ ক্যারেজ প্রতিস্থাপন করা হবে। এছাড়া প্রকল্পের মাধ্যমে যাত্রীবাহী কোচের চলমান স্বল্পতা দূর করা হবে। যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে না। কম সময়ে যাত্রী তার গন্তব্যে যেতে সক্ষম হবে। রেলওয়ের বহরে এ ১২০টি কোচ যোগ হলে যাত্রীবাহী কোচের বর্তমান সমস্যা অনেকাংশে লাঘব হবে। এছাড়া যাত্রীদের সেবার পরিমাণ বাড়ানোর পাশপাশি রেল আর্থিকভাবে লাভবান হবে।
©somewhere in net ltd.