![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধে দেশের শিল্প খাত বিপর্যয়ের মুখে পড়ছে। চলমান রাজনৈতিক সহিংসতা জনমনে আতঙ্ক সৃষ্টির পাশাপাশি স্বাভাবিক জীবনযাপনকেও বাধাগ্রস্ত করছে। বিশেষ করে তৈরি পোশাক খাত অবরোধের কারণে মারাত্মক ক্ষতির মুখে। চলমান অবরোধ ও হরতাল কর্মসূচীতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় দেশের ক্ষুদ্র, মাঝারি থেকে শুরু করে সব ধরনের ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারছেন না, ক্ষেতেই তাদের শাকসবজি পড়ে থাকছে। পরিবহন ব্যবস্থা ভেঙ্গে পড়ায় পাইকার ও মজুদদাররা সঠিক মূল্যে এ সব শাকসবজি লোকসানের ভয়ে কিনছেন না। রাজনীতিকদের কাছে ব্যবসায়ীরা আজ অসহায় ও জিম্মি হয়ে পড়েছে। পরিস্থিতির উন্নতি না ঘটলে ক্রেতাদের মধ্যে ৫ জানুয়ারি পূর্ববর্তী যে অনিশ্চয়তা ছিল তা আবার নতুন করে দেখা দিতে পারে। শিল্প ধ্বংসকারীরা জাতীয় শত্রু। এদের কোন দল নেই। চলমান অবরোধ ও হরতালে কেবল পরিবহন খাতেই এ পর্যন্ত তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। অপ্রিয় হলেও সত্যি, এই খাতটিই সর্বাধিক ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম। দেশে শিল্পের ক্ষতি হচ্ছে, পরিবহনের ক্ষতি হচ্ছে, শিক্ষার ক্ষতি হচ্ছে, কৃষির ক্ষতি হচ্ছে, সামগ্রিকভাবে ক্ষতি হচ্ছে দেশের অর্থনীতির। এভাবে আর কত দিন চলবে। চলতে পারে না, চলা উচিত নয়। দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে এই অবস্থার অবসান খুবই জরুরী।
©somewhere in net ltd.