![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
জামায়াত শিবির, বিএনপি-ছাত্রদলের নাশকতায় দিন দিন ফুঁসে উঠছে জনতা। বাঁচার তাগিদে নিরীহ মানুষই এখন ঘুরে দাঁড়াচ্ছে। যেখানেই নাশকতার ছোবল, সেখানেই প্রতিরোধ প্রতিবাদ। আন্দোলনের নামে গত একমাস ধরে বিএনপি-জামায়াত যেভাবে দেশব্যাপী পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে নিরীহ লোকজনকে হত্যা করছে, তাতে শান্তিপ্রিয় মানুষের মাঝে দেখা দিচ্ছে প্রচণ্ড ক্ষোভ ও প্রতিশোধাত্মক মনোভাব। মানবতাবিরোধী এহেন পৈশাচিকতায় দিন দিনই বাড়ছে সাধারণ মানুষের প্রতিবাদ, ধিক্কার ও নিন্দার ঝড়। এমনই প্রতিক্রিয়ার জের ধরে গতকাল রাজধানীতে একাধিক স্থানে গণধোলাইয়ের ঘটনা ঘটে। এর একটি গুলিস্তানে অপরটি মালিবাগে। এর আগেও গত সপ্তাহে একই কায়দায় গণধোলাইয়ের শিকার হয়েছে আন্দোলনের নামে নাশকতাকারী ও বোমাবাজরা। বঙ্গবন্ধু স্কয়ারের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন দেয়ার সময় অজ্ঞাত পরিচয় এক যুবককে গণধোলাই দিয়েছে জনতা। গাড়িতে আগুন দেয়ার সময় জনতা ঐ যুবককে হাতেনাতে ধরে ফেলে। পল্লবী থানার উপ-পরিদর্শক রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান বস্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ইসমাইল আহত হন। গত ৫ জানুয়ারি বিএনপি জোটের অবরোধ শুরুর পর থেকে বিভিন্ন স্থানে বাসে আগুন দেয়া ও বোমাবাজি ঘটছে। এতে প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই গাড়িতে যাতায়াতের সময় অগ্নিদগ্ধ হন। নাশকতাকারীদের ধরিয়ে দিতে সরকারের পাশাপাশি পুলিশ, র্যা ব ইতোমধ্যে পুরস্কার ঘোষণা করেছে। সরকারের পাশাপাশি জনগণ সোচ্চার হওয়াতে এ ধরণের নাশকতা দিনে দিনে রাস পাবে বলে আশা করা যায়।
২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৭
মিতক্ষরা বলেছেন: বোমাবাজদের বিরুদ্ধে সোচ্চার হওয়াটাই উচিত। জনগন সঠিক কাজ করছে।
৩| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৫৫
যোগী বলেছেন:
পুলিশ কে বিএনপি-জামাতের এই সব বোমাবাজদের গুলি করার পারমিশন দেয়া হোক।
©somewhere in net ltd.
১|
০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:০৪
এ কে এম রেজাউল করিম বলেছেন:
বিএনপি-জামায়াত যেভাবে দেশব্যাপী পেট্রোলবোমা ও ককটেল নিক্ষেপ করে নিরীহ লোকজনকে হত্যা করছে, তাতে শান্তিপ্রিয় মানুষের মাঝে দেখা দিচ্ছে প্রচণ্ড ক্ষোভ ও প্রতিশোধাত্মক মনোভাব ।
বিএনপি-জামায়াত বিলীন হওয়া সময়ের ব্যাপার মাত্র ।