![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
তারেক জিয়া ছাত্রদলের যে নতুন কমিটি করতে যাচ্ছেন তাতে যায়গা করে নিচ্ছে শিবির নামক চরম মৌলবাদী দলের কর্মীরা। খুবই গোপনে লোক চক্ষুর অন্তরালে তাদের এই প্রনয় অভিসার চলছে। তারেক জিয়া মনে করেন শিবির থাকলে তার ক্ষমতার সিঁড়ী খুবই শক্ত হবে। বিবাহিত ছাত্র দল নেতাদের দিয়ে লুটপাট ছাড়া আর যাই হোক আন্দোলন হবে না। তাই তিনি সুদুর লন্ডন থেকে পকেট কমিটি করেন। শিবির নামক দলের সাথে যার গভীর সম্পর্ক রয়েছে। নতুন ছাত্রদলের সভাপতি কিছু দিন আগেও শিবির এর সাথে যুক্ত ছিলেন। শিবির পরিচালিত মাদ্রাসায় লেখাপড়া করেছেন। শিবির এ হাতে খড়ি সেখান থেকে। কথায় আছে একবার শিবির হলে কেউ মানুষ হতে পারে না। মানুষ রুপি এই শিবির দানবরা ছাত্র দলের চালিকা শক্তি হলে আমাদের হাজার বছরের শিক্ষা সংস্কৃতি বাঙ্গালী ঐতিহ্য বিলিন হয়ে যাবে। কেননা জামাত শিবির বাঙ্গালী জাতিসত্ত্বা, কৃষ্টি-কালচার বিশ্বাস করে না। তারা বিশ্বাস করে ধর্ম ভিত্তিতে জাতি গঠন হয়। ভাষা ভিত্তিক জাতীয়তা তাদের কাছে নাপাকি বিষয়। ভাষাভিত্তিক আর ধর্ম ভিত্তিক এই যে দ্বন্দ্ব তা দ্বিজাতি ত্বত্তের দ্বন্দের প্রতিফলন। জামাতে ইসলামী সেই ১৯৪৭ পরবর্তী আকিদা অনুসরন করে। কোন মতে যদি তারা ক্ষমতার মসনদ দখল করতে পারে, বোকা বাঙ্গালীকে ধোঁকা দিতে পারে তবেই পুনঃ পাকিস্তান জন্ম দেওয়া যাবে। পূরন হবে তাদের বহু দিনের খায়েস। তারেক জিয়া তাদের সেই প্রভু যিনি লন্ডনে বসে ঢাকার নাম ইসলামাবাদ করার শেষ অপচেষ্টা করছেন।
©somewhere in net ltd.