নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কৃষকের ঋণ পুনঃতফসিলীকরণে বিশেষ পদক্ষেপ সরকারের

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৩


স্বল্পমেয়াদী কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে কৃষকদের বিশেষ সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক অগ্রগতি ও স্থিতিশীলতায় কৃষি খাতের অপরিসীম গুরুত্ব বিবেচনায়, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে এবং কৃষি ঋণ আদায়কল্পে এরূপ ঋণ পুনঃতফসিলিকরণে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্তসমূহের মধ্যে বলা হয়েছে, স্বল্পমেয়াদী কৃষি ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ডাউন পেমেন্ট গ্রহণের শর্ত শিথিল করা যাবে। ক্ষেত্র বিশেষে বিনা ডাউন পেমেন্টেও এ ঋণ পুনঃতফসিল করা যাবে। ঋণ পুনঃতফসিলের পর কৃষকদের পুনরায় নতুন করে স্বল্পমেয়াদী কৃষি ঋণ প্রদান করা যাবে। এক্ষেত্রে কোন নতুন জমা ব্যতিরেকেই পুনঃতফসিল পরবর্তী নতুন ঋণ সুবিধা প্রদান করা যাবে। এছাড়া সার্টিফিকেট মামলা দায়েরকৃত থাকলে মামলা চলাকালীন গ্রাহকের সঙ্গে সমঝোতার (সোলেনামা) মাধ্যমে সার্টিফিকেট মামলা উত্তোলন বা নিষ্পত্তিপূর্বক ঋণ পুনঃতফসিল করা যাবে। এ নির্দেশ অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। বর্তমান সরকার যে কৃষক বান্ধব সরকার তা সরকারের এই সিদ্ধান্তের ফলে আরও একবার প্রমানিত হল।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.