![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
রেল ক্যারেজের সংযোগ যন্ত্র তৈরি করেছে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা। এ যন্ত্রের নাম স্ক্রু কাপলিং হাইটেন সাইল কমলিট। ঐ কারখানার কামারশাল ও প্রোডাকশন মেশিন শপে যন্ত্রটি তৈরি করা হয়েছে। এটি ট্রেনের দুটি ক্যারেজকে জুড়ে দেয়ার কাজ করে। আগে এ যন্ত্র আমদানি করতে হত। এতে যন্ত্রপ্রতি খরচ হতো ৩০ হাজার টাকা। আর সৈয়দপুর রেলওয়ে কারখানায় তৈরিতে খরচ পড়ছে মাত্র ৭ হাজার ২৬ টাকা। গত দুই মাসে ১৪টি স্ক্রু কাপলিং তৈরি করা হয়েছে। বছরে এ ধরনের ১২১টি পর্যন্ত যন্ত্র তৈরি করা সম্ভব। কারখানায় লোড টেস্টিং ল্যাবে স্ক্রু কাপলিংয়ের মান নিয়ন্ত্রণ করা হয়েছে। এখানে তৈরি ঐ স্ক্রু কাপলিং বিশ্বমানের। কাজেই রেলের চাহিদা পূরণে যন্ত্রটি স্থানীয়ভাবে উৎপাদন করা উচিত। এতে একদিকে যেমন দেশে বেকারত্বের হার কমবে অন্যদিকে বৈদেশিক মুদ্রা অপচয় রোধ হবে।
©somewhere in net ltd.