নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

জনজীবনে হরতালের প্রভাব নেই। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি সারাদেশে প্রাইভেটকার ও ব্যক্তিগত যানবাহন চলাচলও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে

০৬ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২১

২০ দলীয় জোটের পক্ষ থেকে দফায় দফায় হরতাল বৃদ্ধি করা হলেও তা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ রয়েছে। জনজীবনে এর কোন প্রভাব লক্ষ্য করা যায়নি। রাজধানীতে সকাল থেকেই সবকিছুই স্বাভাবিক নিয়মে চলছে। বিভিন্ন স্থানে তীব্র যানজটের কারণে অফিসমুখী যাত্রীদের ভোগান্তির স্বীকার হতে হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অফিসগামী যাত্রীরা যানবাহনে জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। রাজধানীর আসাদগেট, শ্যামলী, খামারবাড়ী, কারওয়ান বাজার, বাংলামটরসহ বিভিন্ন এলাকায় সকাল থেকে যানজটে গাড়ি আটকে থাকতে দেখা গেছে। গাবতলী, সায়েদাবাদ ও মহাখালীসহ বিভিন্ন বাসটার্মিনালে খোঁজ নিয়ে জানা গেছে, এসব স্থান থেকে দূরপাল্লার বাসগুলো নিয়মিত ছেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহনগুলো সঠিক সময়ে ঢাকা ফিরছে। যাত্রীবাহী পরিবহনের পাশাপাশি রাজধানীতে প্রাইভেটকার ও ব্যক্তিগত যানবাহন চলাচলও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোন হরতাল সমর্থকদের দেখা মেলেনি।হরতালে জনজীবনের প্রভাব না থাকলেও ২০ দলীয় জোটের পক্ষ থেকে একের পর এক হরতাল বৃদ্ধি করা হচ্ছে। দেশের মানুষ মনে করে এখন হরতাল কর্মসূচী তাদের কাছে কোন গুরুত্ব বহন করে না। দেশে হরতাল আছে কি নেই এ বিষয়ে কারও কোন আগ্রহ নেই। বিচ্ছিন্ন কিছু নাশকতা ঘটলেও জনমনে কোন উদ্বেগও লক্ষ্য করা যাচ্ছেনা। সবাই নির্বিঘে ঘর থেকে বের হচ্ছে। তবে চলমান এসএসসি পরীক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে। হরতালে কোন প্রভাব না থাকলেও এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে সরকার বার বার পরীক্ষা পেছাতে বাধ্য হচ্ছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.