![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
দেশের ৪৮টি জেলায় ২ লাখ ১০ হাজার কৃষকের জন্য আউশ ও নেরিকা আবাদের জন্য ৩০ কোটি ২১ লাখ টাকার কৃষি উপকরণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে আউশ ধানের জন্য ২৪ কোটি ৯ লাখ এবং নেরিকার জন্য ৫ কোটি ৯১ লাখ টাকা। দেশে ধান নিয়ে যে গবেষণা এর প্রায় পুরোটাই বোরোকেন্দ্রিক। অথচ বোরোর উৎপাদন খরচ বেশি। এ কারণে বোরোর ওপর চাপ কমাতে গত কয়েক বছর ধরে আউশ আবাদের উপর নজর দিচ্ছে সরকার। ২০১৪-১৫ অর্থ বছরে আউশ ধান চাষে ৩০ কোটি ২১ লাখ টাকার প্রণোদনা দেয়া এর সুফল হিসেবে অতিরিক্ত ৭০ হাজার টন চাল উৎপাদন হবে। যার দাম ২২৪ কোটি টাকা এবং খড়ের দাম ৭ কোটি টাকা। চাল ও খড়ের মোট দাম ২৩১ কোটি টাকা। এই প্রণোদনার আওতায় কৃষক সার ও বীজ কেনার জন্য টাকা পাবে। সরকারের এমন প্রণোদনায় আউশ ফসল চাষে উৎসাহী হচ্ছে বাংলার কৃষক। এবং উৎসাহী কৃষকরা বাংলাদেশের খাদ্য ঘাটতি পূরণে সফল হচ্ছে আর যার সুফল পাচ্ছে পুরো বাংলাদেশ।
©somewhere in net ltd.