নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

পাহাড়ে উত্পাদিত কৃষিপণ্য পরিবহন, যোগাযোগ ব্যবস্থা সহজতর ও সময় সাশ্রয় করতে সবুজ পাহাড়ের পাদদেশে আলীকদম সড়ক নির্মাণের সিদ্ধান্ত সরকারের

১৮ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:৩৫



অচিরেই দুয়ার খুলছে আলীকদম ও থানছি উপজেলাবাসীর বহুল প্রতীক্ষিত ৩৩ কিলোমিটারের সড়কটি। ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সড়কের নির্মাণ কাজ সম্প্রতি শেষ হয়েছে। সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন এর নির্মাণ কাজ শেষ করে। সবুজ পাহাড়ের পাদদেশে সমুদ্রপৃষ্ঠ থেকে অন্তত আড়াই হাজার ফুট উচ্চতায় এই সড়ক নির্মাণ করা হয়। সড়কটি চালু হলে দুই উপজেলার লক্ষাধিক পাহাড়ি-বাঙালির ভাগ্যোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে। স্থানীয় আদিবাসীদের পাহাড়ে উত্পাদিত কৃষিপণ্য পরিবহন সহজতর ও সময় সাশ্রয় হবে। এতে করে লাভবান হবে সাধারণ মানুষ। চলতি মাসের শেষের দিকে সড়কটি উদ্বোধন হতে পারে বলে জানা গেছে। ২০১০ সালে সেনাবাহিনীর নির্মাণ প্রকৌশল ব্যাটালিয়ন ১৬ ইসিবি আলীকদম-থানছি সড়কের নির্মাণ কাজ শুরু করে এবং ১৭ ইসিবি এর কাজ সমাপ্ত করে। সড়কটি চালু হলে এখানকার সাধারণ মানুষের অর্থনৈতিক চিত্রও পরিবর্তন হবে। দুই উপজেলায় যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। দেশি-বিদেশি পর্যটকের আগমন বাড়বে। এখানকার মানুষের অর্থনৈতিক ও বৈপ্লবিক পরিবর্তন সাধিত হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.