নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

রোজাকে সামনে রেখে বাজার মনিটরিংয়ে র সিদ্ধান্ত সরকারের

১৪ ই জুন, ২০১৫ বিকাল ৩:৪৭



সরকার বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন চারটি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে রোজা উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং টিমের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। প্রতিদিন চারটি বাজারে দুটি টিম অভিযান চালাচ্ছে। বাজারগুলোতে পণ্যের অতিরিক্ত মূল্য, অযৌক্তিক মূল্য রাখা হচ্ছে কিনা, কৃক্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ করা হচ্ছে কিনা তা শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এ টিমগুলো। ঢাকার সব পাইকারি ও খুচরা বাজারে এ অভিযানের আওতায় আসছে। রোজাকে সামনে রেখে পণ্যের মূল্য, উৎপাদন, মজুদ ও আমদানি পরিস্থিতি ঠিক রাখা ও বাজারে দাম বেশি যাতে আদায় করা না হয় মনিটরিং পর্যবেক্ষণ করছে সরকার। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উৎপাদন ও পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে নিরবচ্ছিন্নভাবে চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিল্প মন্ত্রণালয়কে, বিদেশ থেকে আমদানিকৃত পণ্য খালাসে অগ্রাধিকার দিতে সমুদ্র বন্ধর, স্থলবন্দর ও দেশের ভেতর নদী বন্দরগুলোর শুল্কায়ন এবং দ্রুত খালাসের ব্যবস্থা, নিতে নৌপরিবহন মন্ত্রণালয়, সব বন্দর কর্তৃপক্ষ ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। সারা দেশে পণ্য পরিবহনে যাতে কোনো ধরনের বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তা মনিটরিং ও পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেয়া হয়েছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০১৫ বিকাল ৪:৪২

নীল আকাশ ২০১৪ বলেছেন: আপনাদের এই চেতনার সরকার পাগলের মত কি সব বলে আর আপনারাও ছাগলের মত সব গেলেন। পারেনও বটে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.