![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।
সরকার ঈদকে সামনে রেখে নৌ দুর্ঘটনা রোধে নিরাপধে যাত্রী পরিবহণে উদ্দেশ্যে ঢাকা-বরিশাল নৌপথে যুক্ত হচ্ছে বিআইডব্লিউটিসির নতুন আরেকটি জাহাজ এমভি মধুমতি। আজ থেকে এই নৌরুটে জাহাজটি চলাচল করবে। দ্বিতলা বিশিষ্ট এই জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন। এর দৈর্ঘ্য ৭৫.৫০ মিটার এবং প্রস্থ ১২.৫০ মিটার। জাপানি শক্তিশালী ২ ইঞ্জিন বিশিষ্ট জাহাজটিতে চারটি ভিআইপি ফ্যামিলি স্যুট (গোলাপ, শাপলা, টিউলিপ, পদ্ম) রয়েছে। প্রথম শ্রেণির সিঙ্গেল ফেমিলি স্যুট (ডাবল বেডের কাপল) ১৮টি। প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন ৪টি, ডাবল কেবিন ৩৪টি এবং ২য় শ্রেণির চেয়ার সিট ৪২টি। এছাড়া ডেকে ৫৫০ জন যাত্রীর জায়গা রয়েছে। জাহাজটিতে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা রয়েছে। ঝড় হলেও এ জাহাজের যাত্রীদের ভয়ের কিছু নেই। জাহাজটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় ঝড়ো হাওয়ায় দুঘর্টনার আশঙ্কা খুবই কম হবে ।
©somewhere in net ltd.