নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

১০ হাজার র্যা ব-পুলিশের দুই স্তরের নিরাপত্তা বলয়ে রাজধানীবাসীর নিরাপদে রাখতে বৃহৎ উদ্যোগ

১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১১


ঈদের ছুটিতে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তায় মাঠে নেমেছেন আইনশৃংখলা বাহিনীর প্রায় ১০ হাজার সদস্য। ব্যাংকসহ বিভিন্ন অর্থলগ্নি প্রতিষ্ঠান, মার্কেট, ব্যবসা প্রতিষ্ঠান এবং আবাসিক এলাকাগুলোতে ইতিমধ্যেই নজরদারি শুরু হয়েছে। ডিএমপির ৪৯ থানার পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দশটি অস্থায়ী তল্লাশি ক্যাম্প স্থাপন করা হয়েছে। চুরি-ছিনতাই ঠেকাতে মাঠে থাকছে টহল পুলিশ। পাশপাশি আর্মড পুলিশের ৫টি ব্যাটালিয়ন রাজধানীর বিপণিবিতান, জনবহুল এলাকা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এছাড়া প্রায় দুই হাজার সদস্য মোটরসাইকেল নিয়ে টহল দেবেন রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে। এ ছাড়া বিভিন্ন এলাকায় সচেতনতামূলক মাইকিংও করছে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। তাছাড়া অপারেশনাল ইউনিটগুলোকে এবার আরও বেশি সক্রিয় রাখা হয়েছে। এর বাইরে ঈদে কমিউনিটি পুলিশ, বিট পুলিশ ও সাদা পেশাকে গেয়েন্দারা সক্রিয় রয়েছে। সব মিলিয়ে এবারের ঈদে দুই স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলায় ঈদের ছুটিতে রাজধানীতে বড় ধরনের কোনো অঘটন ঘটবে না বলে আশাবাদী রাজধানীবাসী।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.