নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রহমানের আমলনামা

জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী

রিয়াদহ্যাপি০০৭

আমি গর্বিত আমি বাঙালী।জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশী।

রিয়াদহ্যাপি০০৭ › বিস্তারিত পোস্টঃ

ঈদের পর দল পুনঃগঠন করে আবারও দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে

১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:০২




সরকার বিরোধী আন্দোলনের নামে ঈদের পর দল পুনঃগঠন করে বিএনপি আবার দেশকে অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ঈদের দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দলীয় নেতা-কর্মী, রাজনীতিক, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী ও বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় করেন খালেদা জিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তিনি দল পুনঃগঠনের কাজ করছেন। পুনঃগঠন শেষে বিএনপি আবারও আন্দোলনে যাবে। সে আন্দোলন হবে শান্তিপূর্ণ। বিএনপি জ্বালাও-পোড়াওয়ে বিশ্বাস করে না। যারা জ্বালাও-পোড়াওয়ের সঙ্গে জড়িত, বিএনপি নেত্রী তাদের শাস্তি দাবি করেন। কিন্তু তার গালভরা মিষ্টি কথায় চিরা ভিজবে না। তার মুখের কথায় সাথে বাস্তবের কোন মিল নেই। এর আগেও তিনি দেশবাসীকে বহুবার এমন মিথ্যা আশ্বাস দিয়েছেন। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখেছি? তিনি হরতাল, অবরোধ, ভাংচুর, জ্বালাও-পোড়াও করে দেশের মানুষকে জিম্মি করে দেশকে অস্থিতিশীল করেছে। তার ডাকা টানা তিনমাস অবরোধ-হরতাল চলাকালে পেট্রলবোমা ও নাশকতায় শত শত মানুষ প্রাণ হারায়। দেশ অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। এখন আবারও নতুন করে পূর্বের মতই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন বেগম জিয়া। দেশবাসীকে এই ভন্ড নেত্রীর কাছ থেকে সতর্ক থাকার অনুরোধ করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

মোটা ফ্রেমের চশমা বলেছেন: ব্যাপার না। এইসব হরতাল, বোমাবাজিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। এখন একটা দুটা প্রাণ ঝরে গেলেও আমাদের কিছু আসে যায় না। আমাদের বিবেক প্রশ্ন তোলে না। সব সহ্য হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.