নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে কেউ কালো, কেউ সাদা, কেউ বা শ্যমল বর্ণের হয়ে থাকে। কিন্তু কেন?
সব মানুষের গায়ের রঙ একরকম হলে নিশ্চয় কেউ কাউকে অপছন্দ করত না। বা কেউ অহংকার ও করত না যে ফর্সা বলে নিজেকে।
কারো গায়ের রঙ কালো কারো একবারে সাদা ধবধবে,কেউবা শ্যমল বর্ণের আবার কেউ লাল বর্ণের। মানুষ এই এক জায়গাতে পছন্দ অপছন্দ ব্যাপার টা নিয়ে গোলমিল করে।
বেশিরভাগ ক্ষেত্রে মানুষের পছন্দ সাদা। অপরদিকে কাউকে যদি জিজ্ঞেস করা হয় আপনার প্রিয় রঙ কি? তাহলে সে উত্তর দিবে কালো। কিন্তু কালো যখন কোন মানুষ হয় তখন সেই প্রিয় রঙ এর মত কালো মানুষ টা তার প্রিয় হতে পারেনা।
আমরা অদ্ভুত জাতি!!
আমাদের কালো রঙ প্রিয় হয় কিন্তু কালো মানুষ না,আমরা বাঁচতে চাইলে আমাদের কে মেরে ফেলা হয় অথচ অন্যদিকে একটা কুকুর কে বাঁচানোর জন্য ডাক্তার দের উঠেপড়া অবস্থা।
আমি এমন একটা মেয়েকে চিনি যার প্রিয় মানুষ একেবারে কালো তা আমার নিজের চোখে দেখা। ২০১৩ সালের প্রথম দিকের ঘটনা। সে মেয়েটা দাঁড়িয়ে তার প্রিয় মানুষের সাথে কথা বলতেছে আর আমি দূর থেকে তা তাকিয়ে দেখেছি শুধু। পরে খোজ নিয়ে দেখি ছেলেটা একসময় নেশাগ্রস্ত ছিলো।
অথচ আমরা এই গায়ের রঙ কে প্রাধান্য দিই বেশি!
অমুক জনের প্রিয় মানুষ সুন্দর, ধবধবে সাদা,তমুক জনের প্রিয় মানুষ লাল বর্ণের ইত্যাদি ইত্যাদি বলে আমরা নিজেরাও অনেকে সুন্দর ধবধবে সাদা মানুষ বেঁচে নেয়া শুরু করেছি।
মানুষের মন দিন দিন অন্যার উপর নির্ভর করা শুরু করেছে। কে কেমন তা জেনে আমার কি লাভ? আমি কি চাই,আমার কি দরকার তা আমাকে বুঝতে হবে। বেঁচে নিতে হবে আমাকে আমার মনের মত জিনিস।
২| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫২
আনিসা নাসরীন বলেছেন: মানুষের উপর বড় আর কিছুই নাই। একদিন আশা রাখি সবার এই ভুল ভাঙবে।
১৭ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
রিয়াজ হান্নান বলেছেন: একদিন সকল মানুষের ভুল ভাঙবেই ইনশাআল্লাহ
©somewhere in net ltd.
১| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মন্দ বলেননি।