নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

সীমানা শূন্য অনিয়ন্ত্রিত ভালোবাসা

২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪০

অনিয়ন্ত্রিত ভালোবাসা! ভালোবাসা কখনো বলে আসেনা। অকারণে ভালোবাসা হয়ে যায়। আপনি অবাক হয়ে যাবেন যখন দেখবেন কোন কারণ ছাড়াই কারো প্রেমে পড়ে গেছেন।

অদ্ভুত ব্যাপার!

অদ্ভুত ভাবে ভালোবাসা আসলেও তা বেশিরভাগ ক্ষেত্রে দুটো মানুষের ভুল বুঝাবুঝি অথবা একটা মানুষের ধোকার ফলে সব শেষ হয়ে যায়। যদিও ভালোবাসা শেষ হয়না।

সীমানাশূন্য অনিয়ন্ত্রিত ভালোবাসা,হাজারো অনুভূতি কুড়ে খাওয়া। লক্ষ লক্ষ স্মৃতি একজনকে ঘিরে। তবুও বেশ অবাক লাগে। অবাক লাগে স্মৃতি নিয়ে কষ্ট পেতে। তবুও অবাক হওয়ার পর ভালো লাগে।

একজনকে আমি চিনি সে প্রতিটা সময় তার প্রিয় মানুষ কে মনে করে অবাক করা কষ্ট উপলব্ধি করে। তবুও নাকি তার ভাবতে অবাক লাগে,আবার অবাক হওয়ার পর অনেক কষ্ট ও লাগে।

ভয়াবহ ব্যাপার হলেও এটাই সত্যি।

কাউকে ভালোবেসে ছেড়ে যাওয়া মানে কিন্তু ভালোবাসা শেষ না। ভালোবাসা কখনো ফুরায় না। যা ফুরায় তা হলো চাহিদা। আর চাহিদা কখনো ভালোবাসা হতে পারেনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫০

মাইন্ড বুক বলেছেন: ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.