নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো ভালোবাসা কেউ কখনো ছিনিয়ে নিতে পারেনা। ভালোবাসা তার জায়গায় থাকে শুধু চলে যায় মানুষ গুলো। একটা মেয়েকে একাধিক ছেলে পছন্দ করতে পারে,কিন্তু মেয়েটির কাছে হয়ত কাউকে ভালো না লাগতে পারে।
একটা সুন্দর সম্পর্ক শুরু হলেও এর মাঝে থাকে হাজারো জটিলতা আর এই জটিলতা অনেকে কাটিয়ে উঠতে পারেনা বলেই সম্পর্ক গুলো মাঝ পথেই শেষ হয়ে যায়।
কখনো কখনো একটা সম্পর্ক শুরু হয়েও হয়না। এক পাশের মানুষ টা চায় কিন্তু অপর পাশের মানুষ টা চায়না। আবার দু'পাশের দুটো মানুষ চায় কিন্তু কেউ কাউকে প্রকাশ করতে পারেনা।
ভয়ের ব্যাপার টা আষ্টেপৃষ্ঠে যেনো লেগে থাকে দুটো মানুষের মাঝে। কি বলবে? কি হবে? যদি না করে দেয়? আরো কত ভয় কাজ করে। এভাবেই দুটো সম্পর্ক দুই পাশে দুটো বারান্দায় জমা হয়ে পড়ে থাকে।
একটা ছেলে যতটাই না সাহসী কিন্তু মেয়েলি ব্যাপারে সে ভীতু থাকবেই। আর একটা মেয়ে যত দুরন্তপনা হোক না কেন সে কখনো তা প্রকাশ করবেনা। জটিলতার সৃষ্টি।
কেউ কাউকে প্রকাশ না করার ব্যাপার টা খুব বেশি বেদনাদায়ক হয়ে থাকে। তাকে ঘিরে হাজারো স্বপ্ন গুলো উড়েবেড়ায় মনের অজানা কোণে। আটকে থাকে মুক্তির বেড়াজালে।
©somewhere in net ltd.