নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

অচেনা হবু শাশুড়ি

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

প্রিয় হবু শাশুড়ি,

পত্রের শুরুতে সালাম নিবেন। আশা করি ভালোই আছেন। ভালো না থাকার কোন কারণ ও দেখতেছিনা। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।

আপনি কি আমার হবু বউ মানে আপনার মেয়েটার নিয়মিত খোজ নিচ্ছেন? স্কুল/অথবা কলেজের নাম করে কোথায় যাচ্ছে?কি খাচ্ছে? কার সাথে ঘুরে? আপনার থেকে বই কেনার জন্য টাকা নিয়ে কি সেই টাকা দিয়ে অন্য কোন ছেলের সাথে ফুচকা খেয়ে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে?

আমি জানি আপনারা সম্ভ্রান্ত পরিবারের,তাই বলে যে আপনার মেয়েটাও ভালো হবে তা একদম ঠিক না। আশা করি আপনি নিয়মিত খোজ খবর নিবেন। কোথায় যায়, কি করে,কার সাথে চলাফেরা করে ইত্যাদি বিষয়ে খোজ নিবেন। আর তা না হলে বিয়ের দুইদিন পর কিন্তু আমি ছাইড়া দিবো।

ইতি,
আপনার মেয়ের হবু জামাই।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:২১

সাহসী সন্তান বলেছেন: আপনার ইন্টেনশান তো ভাল না? খবর পাইলাম আপনার হবু শাশুড়ি আপনারে খুঁজতাছে, মেয়ের ব্যাপারে বিস্তারিত জানানোর জন্য! ;)

২| ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৫২

আনিসা নাসরীন বলেছেন: কড়া হবু জামাই।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯

অজানাবন্ধু বলেছেন: প্রিয় হবু শাশুড়ি,

পত্রের শুরুতে সালাম নিবেন। আশা করি ভালোই আছেন। ভালো না থাকার কোন কারণ ও দেখতেছিনা। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি।

আপনি কি আমার হবু বর মানে আপনার ছেলেটার নিয়মিত খোজ নিচ্ছেন? স্কুল/অথবা কলেজের নাম করে কোথায় যাচ্ছে?কি খাচ্ছে? কার সাথে ঘুরে? আপনার থেকে বই কেনার জন্য টাকা নিয়ে কি সেই টাকা দিয়ে অন্য কোন মেয়ের সাথে ফুচকা খেয়ে রিক্সায় ঘুরে বেড়াচ্ছে?

আমি জানি আপনারা সম্ভ্রান্ত পরিবারের,তাই বলে যে আপনার ছেলেটাও ভালো হবে তা একদম ঠিক না। আশা করি আপনি নিয়মিত খোজ খবর নিবেন। কোথায় যায়, কি করে,কার সাথে চলাফেরা করে ইত্যাদি বিষয়ে খোজ নিবেন। আর তা না হলে বিয়ের দুইদিন পর কিন্তু আমি ছাইড়া দিবো।

ইতি,
আপনার ছেলের হবু বউ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.