নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন অসুস্থ,ছন্নছাড়া ও বিকারগ্রস্ত প্রেমিক!

রিয়াজ হান্নান

So I believe, someday I will be happy.

রিয়াজ হান্নান › বিস্তারিত পোস্টঃ

তুমি কি সাড়া দিবে? সাময়িক হলেও?

১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০২

আগুন জ্বালাবে তুমি?
আমি চাইনা আর!
পথচলবে আমার সাথে?
আমি হাটতে চাই তোমার সাথে।

আমাকে এই পথ থেকে নিয়ে যাবে?
দূর দেশে দূর পথে?
অজানা,অচেনা পথে?
সুখের পথে?সাময়িক হলেও চলবে।

আমার কষ্ট গুলো নিবে?
অল্প অল্প করে দিবো,
ভার নিতে পারবে আমার?
বেশি না,সাময়িক হলেও চলবে।

নিকোটিন হবে আমার?
চুমু খেয়ে নেশা তাড়াবো!
একটু করে ছাই ফেলবো
অল্প অল্প করে মুক্তি দিবো,
আবার ডেকে নিবো।

তোমাকে চাইতে পারি আমি?
আসবে তুমি আমার ডাকে?
হবে তুমি আমার?
সাময়িক হলেও চলবে।

আমি নিতে পারিনা আর
সইতে পারিনা আর
বলো তুমি আসবে?
আসবে এই আমার পথে
আমার ডাকে সাড়া দিয়ে?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

রক্তিম ছায়াপথ বলেছেন: বেশি না, সাময়িক হল ও চলবে।__অসাধারন

২| ১০ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৩

রক্তিম ছায়াপথ বলেছেন: বেশি না, সাময়িক হল ও চলবে।__অসাধারন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.